২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

ইডেনে বিশ্বকাপের ট্রফি উন্মোচন ঘিরে জমকালো অনুষ্ঠান

High News Digital Desk:
  • ইডেনে বিশ্বকাপের ট্রফি উন্মোচন ঘিরে জমকালো অনুষ্ঠান

শুক্রবার সন্ধেয় বিশ্বকাপের ট্রফি উন্মোচন ঘিরে জমজমাট ক্রিকেটের নন্দনকানন। বর্ণাঢ্য অনুষ্ঠানে হাজির ছিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, কিংবদন্তি টেনিসতারকা লিয়েন্ডার পেজ, প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী,অশোক দিন্দা-সহ বিশিষ্টরা। আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু ওয়ানডে বিশ্বকাপ। যাকে ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। সেমিফাইনাল-সহ টুর্নামেন্টের মোট পাঁচটি ম্যাচ পেয়েছে ইডেন। স্বাভাবিক ভাবেই টিকিটের চাহিদা তুঙ্গে। প্রথম পর্বের টিকিট বিক্রি ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। শুক্রবার সন্ধে ৮টা থেকে ফের টিকিট বিক্রি শুরু হয়েছে।  প্রাক্তন পেসার ঝুলন বলে দেন, “কমনওয়েলথে মহিলা ক্রিকেট দল ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। আমার মনে হয়, অলিম্পিকে ভারতীয় দল খেললে আরও বেশি পদক আসবে।” একই সুর লিয়েন্ডারের গলাতেও। বলছেন, “শুধু পদক জয়ই নয়, অলিম্পিকের মতো মঞ্চে ক্রিকেট যুক্ত হলে এর পরিচিতি ও বিস্তার আরও বাড়বে।” উল্লেখ্য, টোকিও অলিম্পিকে নজরকাড়া পারফরম্যান্স ছিল ভারতের। সোনা-সহ ৭টা পদক জেতে দেশ। এবার দেখার ২০২৮ অলিম্পিক কিংবা পরবর্তী অলিম্পিকের মঞ্চে ২২ গজের লড়াই দেখা যায় কি না। সিএবিতে বিশ্বকাপের সফর উপলক্ষ্যে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাঁদের হাট বসে ইডেন গার্ডেন্সে। উপস্থিত ছিলেন অভিষেক ডালমিয়া, লিয়েন্ডার পেজ, ঝুলন গোস্বামী, অশোক দিন্দা, লিয়েন্ডার পেজ, ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস সহ অন্যান্যরা।

Scroll to Top