ইডির তলবের মুখে নুসরাত :-
আর্থিক প্রতারণার অভিযোগে এবার ইডির মুখে পড়তে চলেছেন তণমূলের তারকা সাংসদ নুসরত জাহান| ফ্ল্যাট দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার মামলায় বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানকে তলব করল ইডি| আগামী মঙ্গলবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে| নুসরতের সঙ্গে ওই সংস্থার ডিরেক্টর রাকেশ সিংহকেও তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর| তাঁকেও ইডি দফতরে হাজিরা দিতে হবে মঙ্গলবার| নুসরতের বিরুদ্ধে অভিযোগ, ২০১৪-১৫ সালে ৪০০-র বেশি প্রবীণ নাগরিক একটি সংস্থায় অর্থ জমা দেন| প্রত্যেকের কাছ থেকে সাড়ে ৫ লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল| বদলে তাঁদের এক হাজার বর্গফুটের ফ্ল্যাট দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল| কিন্তু তার কিছই হয়নি| না তাঁরাপেয়েছেন কোনও ফ্ল্যাট, না ফেরত পেয়েছেন তাঁদের হকের টাকা|
উল্লেখ্য বেশ কিছদিন আগে, নুসরত জাহান ওই সংস্থার অন্যতম ডিরেক্টর বলে দাবি করেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা| এই বিষয়ে পুলিসের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা| কিন্তু তাতে লাভ হয়নি| নুসরতের বিরুদ্ধে আদালতেও মামলা করা হয়েছিল| কিন্তু অভিযোগ, আদালতের শমন পেয়েও হাজিরা দেননি সাংসদ তথা অভিনেত্রী| তাই শেষে প্রতারিতদের নিয়ে ইডি দফতরে গিয়ে অভিযোগ জানিয়ে আসেন শঙ্কুদেব| রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও পরে দাবি করেন, প্রতারণার টাকা দিয়ে পাম অ্যাভিনিউতে নুসরত ফ্ল্যাট কিনেছেন| আর এই অভিযোগ প্রকাশ্যে আসার পর তারকা সাংসদ একটি সাংবাদিক বৈঠক করেছিলেন| সেখানে তিনি যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন| নুসরত স্পষ্ট জানিয়েছিলেন, সংশ্লিষ্ট সংস্থাটির কাছ থেকে ঋণ নিয়ে তিনি ফ্ল্যাট কিনেছেন| সেই ঋণ সুদ-সহ ফিরিয়েও দিয়েছেন| ওই সংস্থার সঙ্গে তাঁর আর কোনও যোগাযোগ নেই| তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন| ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার এই মামলায় প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন নুসরত| একটি পার্টিতে অভিনেতা তথা বন্বু যশ দাশগুপ্তের পাশে দাঁড়িয়ে জোর দিয়েই তিনি দাবি করেছিলেন, ইডি তাঁকে ডাকবে না| বর্তমানে রাজ্যে শিক্ষা দুর্নীতি থেকে অর্থ দুর্নীতিতে নাম ছড়িয়ে