কলকাতা : ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’ এর ডাকা নবান্ন অভিযানে আক্রান্ত হন কলকাতা পুলিশের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। বাঁ চোখে আঘাত লাগে দেবাশিসের। বর্তমানে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। এবার সেই ঘটনায় করা যুক্ত তার খোঁজ শুরু করেছে লালবাজার। চলছে ধরপাকড়। ইতিমধ্যেই এক মহিলা সহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর রিংকু সিং,ও সুব্রত দাস গ্রেফতার হয়েছেন। ঘটনাস্থলের বিভিন্ন ছবিতে দেখা গেছে এই দুজন ধৃতকে। কলকাতা পুলিশের তরফ থেকে সন্ধান চেয়ে সমাজমাধ্যমে পোষ্ট করা হয় ইট ছোড়ার ছবি। সেই ছবিতে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছিল গ্রেফতার হওয়া এই দুজনকেও। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে।
নবান্ন অভিযানের দিন ডিউটিতে ছিলেন সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী।তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়েন আন্দোলনকারীরা। সেই ইট এসে লাগে তাঁর চোখে। ইটের ঘায়ে আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী। দেবাশিসের চোখ থেকে রক্ত ঝরতে শুরু করে। হাসপাতালে ভর্তি করে তাঁর চোখের চিকিৎসা চলছে। বাঁ চোখে দেখতে পাওয়া নিয়ে তৈরী হয়েছে সংশয়ও। বৃহস্পতিবার দেবাশিস চক্রবর্তীকে দেখতে যান রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা। আহত পুলিশকর্মীকে চিকিৎসার জন্য হায়দ্রাবাদে পাঠনো হতে পারে। চিকিৎসার সব খরচ বহন করবে রাজ্য।