৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

ইজরায়েলি বিমান হানায় নিহত সাংবাদিক ইসমাইল আবু হাতা‍ব

High News Digital Desk:

গাজায় আল-বাকা কাফেতে ইজরায়েলি বিমান হানায় নিহত হলেন প্যালেস্টাইনি সাংবাদিক তথা চলচ্চিত্র নির্মাতা বছর ৩২-এর ইসমাইল আবু হাতা‍ব।

জানা গেছে, পশ্চিম গাজায় সমুদ্রমুখী আল-বাকা কাফেটিতে ইন্টারনেট সংযোগ থাকায়, সংবাদমাধ্যমের কর্মীরা প্রায়শই সেখানে যেতেন। সেখানেই হামলা চালায় ইজরায়েল। হামলায় আবু হাতার-সহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন।

—————

Scroll to Top