৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

ইংল্যান্ড বনাম ভারত: রানের ব্যবধানে টেস্টে ভারতের সবচেয়ে কম রানে জয়

High News Digital Desk:

লন্ডনের ওভালে সোমবার পঞ্চম ও শেষ টেস্টে ইংল্যান্ডকে ছয় রানে হারিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম রানে জয় পেয়েছে ভারত। এই জয়ের ফলে ভারত পাঁচ ম্যাচের সিরিজ ২-২ ব্যবধানে সমতা আনে। ভারতের রোমাঞ্চকর জয়ের স্থপতি ছিলেন পেসার মহম্মদ সিরাজ, কারণ শেষ দিনে ইংল্যান্ডের জয়ের জন্য মাত্র ৩৫ রানের প্রয়োজন ছিল, যে দিনে তিনি চারটি উইকেটের মধ্যে তিনটি তুলে নিয়েছেন।

টেস্টে ভারতের সবচেয়ে কম রানে জয় (রানের ব্যবধানে):

**ভারত ইংল্যান্ডকে ৬ রানে হারিয়েছে – দ্য ওভাল – ২০২৫

**ভারত অস্ট্রেলিয়াকে ১৩ রানে হারিয়েছে – ওয়াংখেড়ে – ২০০৪

**ভারত ইংল্যান্ডকে ২৮ রানে হারিয়েছে – ইডেন গার্ডেন – ১৯৭২

**ভারত অস্ট্রেলিয়াকে ৩১ রানে হারিয়েছে – অ্যাডিলেড, ২০১৮

**ভারত ওয়েস্ট ইন্ডিজকে ৩৭ রানে হারিয়েছে – পোর্ট অফ স্পেন, ২০০২

**ভারত ৪৯ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে – কিংস্টন, ২০০৬

Scroll to Top