৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

ইংল্যান্ড বনাম ভারত প্রথম টেস্ট: হেডিংলি ক্লাসিকে ডাকেটের দুর্দান্ত ১৪৯ রানের ইনিংস ইংল্যান্ডকে জয় এনে দিল

High News Digital Desk:

মঙ্গলবার অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির প্রথম টেস্টের পঞ্চম দিনের শেষে বেন ডাকেটের ১৪৯ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে ইংল্যান্ড চতুর্থ ইনিংসের ৩৭১ রান তুলে নিয়ে ভারতের বিপক্ষে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল।

ভারতের প্রথম ও দ্বিতীয় ইনিংসের শেষের দিকে ব্যাটিংয়ে যে ধস নেমেছিল সেই সুযোগটা পুরোপুরি কাজে লাগাল ইংল্যান্ড।

হেডিংলিতে মঙ্গলবার প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিনের তৃতীয় সেশনে ৫ উইকেটে জিতেছে ইংল্যান্ড। জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রও শুরু করল ইংল্যান্ড।

জয়ের জন্য শেষ দিন ইংল্যান্ডের ৩৫০ রানের দরকার ছিল,হাতে ছিল ১০ উইকেট। সেই সঙ্গে ছিল বৃষ্টির চোখ রাঙানি। বৃষ্টি হয়নি। ডাকেট(১৪৯) ও রুটের(৫৩),ক্রলি(৬৫) ও স্মিথের (৪৪) দায়িত্বশীল ইনিংসে শেষ পর্যন্ত জয় পেল স্টোকসের দল।

প্রতিপক্ষকে সাড়ে তিনশরও বেশি রানের লক্ষ্য দেওয়ার ৬০ ম্যাচে এ নিয়ে কেবল দুইবার হারল ভারত। আগের হারটিও ছিল ইংল্যান্ডের বিপক্ষেই। ২০২২ সালে এজবাস্টনে সেই ম্যাচে ৩৭৮ রানের লক্ষ্য তাড়ায় ৭ উইকেটে জিতেছিল ইংলিশরা।

প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া বুমরাহ দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট পাননি, সিরাজও উইকেটশূন্য। দুটি করে উইকেট নেন শার্দুল ও কৃষ্ণা।

আগামী ২ জুলাই বার্মিংহ্যামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

Scroll to Top