৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

ইংলিশ ফুটবল: লিভারপুলকে হারিয়ে চ‍্যাম্পিয়ন্স লিগের পথে এগিয়ে গেল চেলসি

High News Digital Desk:

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা নিশ্চিত করার পরের ম‍্যাচেই হেরে গেল লিভারপুল। স্ট‍্যামফোর্ড ব্রিজে নতুন চ‍্যাম্পিয়নদের হারিয়ে দিল চেলসি ।

প্রিমিয়ার লিগে রবিবার ঘরের মাঠে ৩-১ গোলে জিতেছে চেলসি, লিভার পুলের বিরুদ্ধে।

শুরুতেই চেলসিকে এগিয়ে নেন এনসো ফের্নান্দেস। চলতি মরসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি ফের্নান্দেসের সপ্তম গোল। ১৩টি গোলে অবদানও রেখেছেন বিশ্বকাপজয়ী তারকা। ৫৬ মিনিটে জ‍্যারেল কোয়ানসার আত্মঘাতী গোলে ব‍্যবধান ২ -০ হয়। ৮৫ মিনিটে আলেক্সিস মাক আলিস্তেরের কর্নারে চমৎকার হেডে ব‍্যবধান কমান লিভারপুল অধিনায়ক ফন ডাইক। তবে যোগ করা সময়ে সফল স্পট কিকে দলকে বড় জয় এনে দেন কোল পালমার।

৩৫ ম‍্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে লিভারপুল। পরের দুটি স্থানে আর্সেনাল (৬৭) ও ম‍্যানচেস্টার সিটি (৬৪)।

নিউক‍্যাসল ও চেলসির পয়েন্ট সমান- ৬৩। দল দুটির গোল পার্থক‍্যও সমান +২১। নিউক‍্যাসল আছে চারে, চেলসি পাঁচে।

Scroll to Top