৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

ইংলিশ প্রিমিয়ার লিগ: কষ্টার্জিত জয়ে শিরোপার আরও কাছে লিভারপুল

High News Digital Desk:

অ্যানফিল্ডে রবিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে লিভারপুল ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে।

লুইস দিয়াসের গোলে শুরুতে এগিয়ে যাওয়ার পর শেষ দিকে আত্মঘাতী গোল খেয়ে বসে স্বাগতিকরা। পরে ফন ডাইকের গোলে জয় পায় লিভারপুল। গত সপ্তাহে লিগে ঘরের মাঠে ফুলহ্যামের বিপক্ষে ৩-২ গোলে হেরেছিল লিভারপুল। ১৮ মিনিটে ডি বক্স থেকে সালাহর ছোট পাশে কলম্বিয়ার ফরওয়ার্ড দিয়াস গোল করেন ।এবারের লিগে তার ১১টি গোল হয়ে গেল।

এই গোলের পর নতুন এক রেকর্ড গড়লেন সালাহ। প্রিমিয়ার লিগের আসরে সবচেয়ে বেশি গোলে অবদান রাখলেন সালাহ। গোল আর এসিস্ট মিলিয়ে ৪৫টি। ভেঙে দিলেন থিওরি ওরি ২০০২-০৩ আসরের ও আর্লিং হলান্ডের ২০২২- ২৩ আসরে ৪৪টি গোল ও আসিস্ট এর রেকর্ড।দ্বিতীয়ার্ধের ৮৬ মিনিটে দুর্ভাগ্যবশত আত্মঘাতী গোল খেয়ে হতাশ হয়ে পড়ে লিভারপুল। ভার্জিন ফন ডাইক বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের গোলেই বল পাঠান।

আচমকা গোল খেয়ে হতাশ লিভারপুল না দমে গিয়ে আক্রমণ চালিয়ে ৮৮ মিনিটে গোল পায়। আত্মঘাতী গোল করা ডাচ- ডিফেন্ডার ফন ডাইক আগের ভুল প্রায়শ্চিত্ত করলেন গোল করে দলকে ২-১ এ জয় এনে দিয়ে। এই জয়ের পর শীর্ষস্থান আরও মজবুত করল স্লটের দল, ৩২ ম্যাচে ২৩ জয় ও ৭ ড্রয়ে তাদের পয়েন্ট ৭৬। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। আগামী রাউন্ডেই শিরোপা জয় নিশ্চিত হয়ে যেতে পারে লিভারপুলের।

Scroll to Top