৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

আহমেদাবাদে পৌঁছলেন প্রধানমন্ত্রী, দুর্ঘটনাস্থল পরিদর্শন নরেন্দ্র মোদীর

High News Digital Desk:

আহমেদাবাদে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে তাঁর বিমান আহমেদাবাদ বিমানবন্দরে নামে। বিমান ভেঙে পড়েছে যে জায়গায় সেখানে পৌঁছয় নরেন্দ্র মোদীর কনভয়। এই জায়গা কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলে পুলিশ। তার মধ্যেও চোখে পড়েছে যেখানে সেখানে পড়ে রয়েছে বিমানের ভাঙা অংশ। এদিন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভিও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ–লন্ডন এয়ার ইন্ডিয়ার বিমান টেকঅফের কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে আহমেদাবাদের মেঘানিনগর এলাকায়। বহু যাত্রী মারা গিয়েছেন এই বিমান দুর্ঘটনায়। এদিন দুপুর ১টা ১৭ মিনিট নাগাদ সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার বিমানটি লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। ১টা ৩৮ মিনিট নাগাদ ভেঙে পড়ে বিমানটি।

Scroll to Top