আসলেই কি মৃতু্ হয়েছে ইয়েভজেনি প্রিগোজিনের? নয়া বিতর্কের মূলে একটি ভিডিও:-
২৩ অগস্ট, বিমান দুর্ঘটনায় মৃতু্য হয়েছে রাশিয়ার ওয়াগনার যোদ্ধা বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের| কিন্তু, সত্যিই কি মৃতু্য হয়েছে তাঁর? প্রশ্ন তুলে দিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো| ভিডিয়োটিতে প্রিগোজিনকে বলতে শোনা যাচ্ছে, যারা আমার লিকুইডেশন, ব্যক্তিগত জীবন, এবং উপার্জন বা অন্য বিষয় নিয়ে ভাবিত, তাদের বলে রাখি, আমি ভাল আছি| এটা সপ্তাহান্ত| আগস্টের দ্বিতীয় সপ্তাহ| আমি আফ্রিকায় রয়েছি| ভিডিওবার্তায় সুস্থ ও নিরাপদ রয়েছেন বলেও জানিয়েছেন প্রিগোজিন| তবে, রুশ সংবাদমাধ্যমগুলি দাবি করেছে, ভিডিয়োটিতে মৃতু্যর আগে রেকর্ড করেছিলেন ইয়েভজেনি প্রিগোজিন| তারা জানিয়েছে, প্রিগোজিনের গায়ে যে সামরিক উর্দি রয়েছে, সেটি তাকে আফ্রিকায় ওয়াগনার গ্রুপের প্রচারের সময় পরতে দেখা গিয়েছিল| ২১ অগস্ট তিনি একটি ভিডিয়ো প্রকাশ করেছিলেন, সেই ভিডিয়োতেও তিনি একই পোশাকে ছিলেন| তবে, এই ভিডিয়োকে কেন্দ্র করেই প্রিগোজিনের মৃতু্য নিয়ে তৈরি হয়েছে রহস্য|
একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে ওই জেটটি আদতে ভাড়াটে সৈন্যগোষ্ঠী ওয়াগনার গোষ্ঠীর প্রধান প্রিগোজিনের নাম ছিল| আবার অন্যদিকে রাশিয়ার অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রকের তরফে জানানো হয়েছিল, যে যাত্রী তালিকায় প্রিগোজিনের নাম ছিল| তবে তিনি শেষপর্যন্ত প্লেনে উঠেছিলেন কিনা, তা স্পষ্ট নয়| রুশ সরকার ও প্রশাসনের মদতেই এই বিমান দুর্ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ উঠেছিল আন্তর্জাতিক মহলে| যদিও ক্রেমলিন এই অভিযোগ অস্বীকার করে|










