৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

আসন্ন ওয়ান ডে বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ ১৫ অক্টোবর হওয়ার কথা সম্ভবত পরিবর্তিত হতে পারে এই হাই ভোল্টেজ ম্যাচ

High News Digital Desk:
  • আসন্ন ওয়ান ডে বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ ১৫ অক্টোবর হওয়ার কথা সম্ভবত পরিবর্তিত হতে পারে এই হাই ভোল্টেজ ম্যাচ

ভারতের মাটিতে আসন্ন ওয়ান ডে বিশ্বকাপের আসর বসছে । আসন্ন বিশ্বকাপে ভারত-পাক মহারণ ১৫ অক্টোবর হওয়ার কথা আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।  সম্ভবত পরিবর্তিত হতে পারে এই হাই ভোল্টেজ ম্যাচের দিনক্ষণ। গুজরাটের স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা দুই দলের। কিন্তু একটি সমস্যা দেখা দিয়েছে নবরাত্রি পড়ছে সেদিন। গুজরাতে এটি একটি উৎসবের আকার নেয়। প্রচুর পুন্যার্থীর আগমন হয় এই সময়। নিরাপত্তা ইস্যুতে ওইদিন ম্যাচ করার সমস্যা রয়েছে বলে গুঞ্জন। আর তাই সম্ভবত ওইদিন নয়, অন্য কোনওদিন হতে পারে ভারত-পাক ম্যাচ। তবে এখনও পর্যন্ত বোর্ডের তরফে এই প্রসঙ্গে কিছু জানানো হয়নি। ভারত-পাক ম্যাচ নিয়ে নিরাপত্তা সংস্থাগুলি বিসিসিআইকে সতর্ক করেছে। এই পরামর্শকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বোর্ড, দাবি এমনটাই। কিন্তু শেষপর্যন্ত ম্যাচের তারিখ পরিবর্তন করা হবে কিনা তা নিশ্চিত নয়। এদিকে আগামিকাল দিল্লিতে আলোচনায় বসার কথা সব রাজ্য অ্যাসোসিয়েশনের।  কেননা একটি ম্যাচের সঙ্গে বহু বিষয় জড়িয়ে থাকে। একটি পরিবর্তনের অর্থ আরও বহু দিকে পরিবর্তন করা। এটাই দেখার, শেষ পর্যন্ত বোর্ড নিরাপত্তা সংস্থাগুলির সতর্কবার্তা মেনে তারিখ বদলায় কিনা।

Scroll to Top