৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

আশা জাগাল হাইকোর্টের বিচারপতির পর্যবেক্ষণ

High News Digital Desk:

 

উৎসশ্রী পোর্টাল ছাড়াও প্রাথমিকে অফলাইনে বদলির আবেদন করতে পারবেন শিক্ষকরা। সোমবার একটি বদলি সংক্রান্ত মামলায় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার। বিচারপতি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকার অজুহাতে শিক্ষকদের বদলি প্রক্রিয়া আটকে রাখা যাবে না। এ’ধরনের যুক্তি আর মানা হবে না। এবার থেকে অফলাইনে আবেদনও গ্রহণ করতে হবে।

প্রাথমিকে বদলি নিয়ে মামলা করেছিলেন এক শিক্ষিকা। মামলাকারী থ্যালাসেমিয়া আক্রান্ত। তাঁর মেয়ের শারীরিক বেশকিছু সমস্যা রয়েছে। বছর তিনেক ধরে উত্তর দিনাজপুরের প্রাথমিক স্কুলে পড়ান মামলাকারী ওই শিক্ষিকা। সমস্যার কারণে বীরভূমের নিজের বাড়ির কাছে স্কুলে বদলি চান তিনি। বদলির আবেদন করেও এখনও প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কোনও উত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ। এরপরই ওই শিক্ষিকা আদালতের দ্বারস্থ হন। সেই মামলায় সোমবার বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দিয়েছেন, এখন থেকে প্রাথমিকের সব বদলির আবেদন অফলাইনেও জমা দিতে পারবেন আবেদনকারীরা। সেই আবেদনগুলিকে গুরুত্ব সহকারে দেখতে হবে পর্ষদকে।

বিভিন্ন মামলার কারণে উৎসশ্রীতে আবেদন গ্রহণ আপাত বন্ধ। ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর থেকে বন্ধ পোর্টাল। বিচারপতির প্রশ্ন, অনলাইনে আবেদন বন্ধ থাকলে অফলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে না কেন? এরপরই তাঁর নির্দেশ, শিক্ষা দফতর যেন মামলাকারীর আবেদন খতিয়ে দেখে। প্রয়োজনে অফলাইনে নিজের বক্তব্য জানাতে পারবেন মামলাকারী। পাশাপাশি বিচারপতি জানিয়ে দিয়েছেন, এখন থেকে প্রাথমিকের সব বদলির আবেদন অফলাইনেও বিবেচনা করতে হবে।

কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এই পর্যবেক্ষণ ও নির্দেশকে স্বাগত জানিয়েছে রাজ্যের শিক্ষা মহল। তারা আশাবাদী, এর ফলে দীর্ঘদিন ধরে বদলি আটকে থাকার সমস্যা থেকে সমাধান পাবেন শিক্ষক-শিক্ষিকারা।

Scroll to Top