৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

আলুর আকালে নাজেহাল হওয়ার ইঙ্গিত

High News Digital Desk:

আনাজ ও সবজির বাজার-মূল্যে লাগাম টানার প্রশ্নে এবার রাজ্য সরকারকে পাল্টা চাপ দেওয়ার পথ বেছে নিল বিক্রেতাদের সংগঠন। কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি।

রবিবার শুরু হচ্ছে সেই কর্মবিরতি। তা কতদিন ধরে চলবে, নিশ্চিত করা হয়নি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফে। বাঁকুড়ায় বিভিন্ন কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে, কর্মবিরতির সিদ্ধান্ত প্রকাশ্যে আনে আলু ব্যবসায়ী সমিতি।

প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতির পরিণামে আরও বিপাক ঘনীভূত হতে চলেছে রাজ্যের বাজারগুলিতে। বোঝাই যাচ্ছে, বাজারে তৈরি হতে চলেছে আলুর কৃত্রিম চাহিদা। নাকাল হতে চলেছেন রাজ্যবাসী। কেননা, আলু ব্যবসায়ী সমিতি কাজ বন্ধ রাখলে, আলুর আকাল ঘনিয়ে উঠবেই। ফলত, পরিস্থিতি জটিল রূপ নিতে চলেছে, বলাই যাই।

বাজার-মূল্য নাগালে রাখত, বেশ কয়েকদিন হল, একাধিক কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকার। তাতে রাজ্যের আলু-অর্থনীতি প্রবল ধাক্কা খাচ্ছে বলে দাবি প্রগতিশীল ব্যবসায়ী সমিতির। ফলে নাচার হয়েই নাকি তাদের এই সিদ্ধান্ত। তবে রাজ্য সরকার চাইলে, এই সমস্যার সমাধানকল্পে, বৈঠকে যোগ দিতে তাদের আপত্তি নেই বলেও জানিয়েছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল ব্যবসায়ী সমিতি।

Scroll to Top