মুখ্যমন্ত্রীকে অত ব্যস্ত হয়ে এগিয়ে এসে কিছু করতে হবে না। কারণ এতদিন অনেক করেছেন আর যেন উনি কিছু না করেন। এটাই ওঁর কাছে আমাদের অনুরোধ।” মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই কটাক্ষ করলেন আর জি করের নির্যাতিতার বাবা।
তিনি মঙ্গলবার সংবাদমাধ্যমকে বলেন, “আমরা রায়ের প্রতিলিপি পেলে সিদ্ধান্ত নেব। মুখ্যমন্ত্রী অনেক কথা বলতে পারেন। উনিই তো সমস্ত তথ্যপ্রমাণ লোপাট করেছেন। ওনার পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার উপস্থিত থেকে সমস্ত অন্যায়গুলো করেছে। পুলিশ এগুলো দেখতে পাচ্ছে না?”
সিবিআই ঠিক মতো তদন্ত করেনি বলেই সঞ্জয়ের ফাঁসি হয়নি বলেও অভিযোগ করেছেন নির্যাতিতার বাবা। মঙ্গলবার তিনি বলেন, “বিচারকের উপর আমরা পূর্ণ আস্থা রেখেছিলাম, বিচারক সেই আস্থা রেখেছেন। সিবিআই দোষী সাব্যস্ত সঞ্জয়ের বিরুদ্ধে ঠিকমতো তথ্যপ্রমাণ দিতে পারেনি বলেই তার মৃত্যুদণ্ড হয়নি। তার বদলে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।”
আইনের সংস্থান অনুযায়ী আর্থিক ক্ষতিপূরণ বাবদ রাজ্য সরকারকে নিহতের পরিবারকে ১৭ লাখ টাকা দেওয়ার কথা জানিয়েছিল আদালত। সেই টাকা নিতে চাননি তাঁরা। তাঁর কথায় “আমার মেয়েকে বিকিয়ে দিতে আসিনি। আমরা এখানে বিচার চাইতে এসেছি।”









