৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

আর জি কর, আরও তদন্তের আর্জিতে হাই কোর্টের শুনানিতে সুপ্রিম কোর্টের ছাড়পত্র

High News Digital Desk:

তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল পরিবার। তাদের বক্তব্য, অনেক রহস্যের উদ্ঘাটন হয়নি সিবিআই তদন্তে। পুনরায় সেই বিষয়গুলি তদন্ত করে দেখুক ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার শীর্ষ আদালত জানিয়েছে, পরিবারের আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাই কোর্টের একক বেঞ্চ আবেদন শুনতে পারবে। ওই আর্জি হাই কোর্টের শুনতে কোনও বাধা নেই বলে জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না।

সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ বসতেই শুরু হয় আরজি কর মামলা। নির্যাতিতার পরিবারের আইনজীবী করুণা নন্দী এজলাসে জানান, নির্যাতিতার বাবা-মা আদালতে হাজির রয়েছেন। শীর্ষ আদালতে তাঁর আবেদন, হাই কোর্টের একক বেঞ্চকে যেন সিবিআইকে আরও তদন্তের জন্য বলে। তখন প্রধান বিচারপতি বলেন, “আমরা এই নিয়ে কোনও মন্তব্য করব না। হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ শুনতে পারে।”

সোমবার সকাল ১১টার কিছু পরে বসে প্রধান বিচারপতি খন্নার বেঞ্চ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে রয়েছেন বিচারপতি বাগচী এবং বিচারপতি কুমারও।

সুপ্রিম কোর্টে আর জি কর মামলাটি এর আগে শুনানির জন্য উঠেছিল গত ২৯ জানুয়ারি। তার প্রায় দেড় মাস পরে ফের আরজি কর মামলাটি উঠল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার এজলাসে।

Scroll to Top