নিজস্ব সংবাদদাতা : ভাঙড়ের একসময়ের অবিসংবাদী নেতা আরাৱুল ইসলামের গ্রামেই হতাশাজনকভাবে হারল তৃণমূল কংগ্রেস| এবারের পঞ্চায়েত ভোটে ভাঙড় ২ ব্লকের যে গুটিকয়েক গ্রাম পঞ্চায়েতে লড়াই করার কথা ছিল তৃণমূলের, তার মধ্যে একটি ছিল আরাৱুল ইসলামের গ্রাম পোলেরহাট ২| সেই গ্রামেই মুখ থুবড়ে পড়ল রাজ্যের শাসক দল| পোলেরহাট ২ পঞ্চায়েতে মোট ২৪টি আসন ছিল| মঙ্গলবার সবকটি আসনেই ফল ঘোষণা হয়ে যায় দুপুর আড়াইটে নাগাদ| দেখা যায় ২৩টিতেই জিতে গিয়েছে শাসকবিরোধী জোট| ভাঙড়ের জমিরক্ষা কমিটি এবং আইএসএফ জোট বেঁধে লড়েছিল শাসকদলের বিরুদ্ধে| তৃণমূল সেখানে স্রেফ একটিই আসন জিততে পেরেছে| আর সেটি আরাৱুলের নিজের ৱুথ|
দীর্ঘদিন ধরেই ভাঙড়ের প্রভাবশালী তৃণমূল নেতা আরাৱুল ইসলাম| দল যখন রাজ্যে ক্ষমতায় আসেনি তখনই ভাঙড়ে তৃণমূল বিধায়ক ছিলেন তিনি| ভাঙড়ের রাশ এক সময় থাকত এই তাজা নেতা-র হাতে| তবে ইদানীং আরাৱুলের প্রতিপত্তিতে কিছুটা ভাটার টান পড়েছিল বলে রাজনৈতিক মহলের ধারণা| কারণ যে ভাঙড়ে এক সময় পঞ্চায়েত ভোট একা হাতে সামলেছেন তিনি, সেখানে এ বছর ভোট সামলানোর দায়িত্ব দেওয়া হয় ক্যানিং ২-এর বিধায়ক শওকত মোল্লাকে| তাঁকে সাহায্য করার দায়িত্ব দেওয়া হয় বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তকে| আরাৱুলকে আলাদা কোনও দায়িত্বও দেওয়া হয়নি পঞ্চায়েত ভোটে| মঙ্গলবার ভোট গণনা শেষ হওয়ার আগেই অবশ্য আরাৱুল ৱুঝে যান, দল হারতে চলেছে| পোলেরহাট ২-এ গণনা শেষ হওয়ার আগেই হঠাত্ অনুগামীদের নিয়ে গণনাকেন্দ্র থেকে বেরিয়ে আসেন ভাঙড়ের তৃণমূল নেতা| উপস্থিত সাংবাদিকদের প্রশ্নে আরাৱুল জানান, তাঁর ৱুথ বাদ দিয়ে বাকি ৱুথগুলিতে হেরে গিয়েছে তৃণমূল| বলেন, আমার ৱুথে জিতেছি| কিন্তু পোলেরহাট ২-এর অন্য ৱুথগুলোয় হেরেছি| কিছুটা আক্ষেপের সুরেই আরাৱুল এর পর বলেন, এই অবস্থা| কী আর করার আছে| হতেই পারে| কিন্তু ১০টা গ্রাম পঞ্চায়েতের বাকি ৯টাই তৃণমূলের দখলে|