৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫

আরামবাগে বাস ধর্মঘটে সমস্যায় যাত্রীরা

High News Digital Desk:

সপ্তাহের প্রথম দিনেই আরামবাগে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক। বাস মালিক সমিতির সোমবার সকাল ৭টা থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের জেরে যাত্রীদের সমস্যার মুখে পড়তে হচ্ছে।

বাস রুটে টোটো-অটো চলাচলের ফলে ক্ষতি সহ বেশ কয়েকটি দাবিতে বাস মালিকরা ধর্মঘটে নেমেছেন। বাস মালিক সমিতি জানিয়েছে, বাস রুটে টোটো-অটোর অবৈধ চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। এদিকে, ধর্মঘটের প্রভাব পড়েছে জনজীবনে।

দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর থেকে প্রতিদিন প্রায় ৫০০ বাস চলাচল করে থাকে। ধর্মঘটের জেরে আরামবাগ বাসস্ট্যান্ড থেকে বাস না ছাড়ায় যাত্রীরা সমস্যায় পড়েছেন।

ধর্মঘট সম্পর্কে আরামবাগ বাস-মিনি বাস কল্যাণ সমিতির সভাপতি বৈদ্যনাথ নন্দী বলেন, “আমরা এক মাস আগে ধর্মঘটের বিষয়ে প্রশাসনকে জানিয়েছিলাম। জেলায় একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। আমরা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে একটি চিঠিও জমা দিয়েছি। আমরা জনসাধারণের কাছে ক্ষমা চাইছি। কিন্তু আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। হুগলিতে যেখানে ১,৭০০ বাস ছিল, আজ তা ৫০০-এ নেমে এসেছে।”

Scroll to Top