কলকাতা : কলকাতায় ফের সামনে এলো সিভিক ভলান্টিয়ারের কুকীর্তি। টাকা হাতানোর অভিযোগে ধরা পড়ল এক সিভিক ভলান্টিয়ার। অভিযুক্তকে গ্রেফতার করেছে ফুলবাগান থানার পুলিশ। মহম্মদ হাসান গাজি নামে ধৃত ওই সিভিক ভলান্টিয়ার অবসরপ্রাপ্ত বিচারকের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তার আগে কর্মরত ছিলেন মগরাহাট থানায়। পরে অবসরপ্রাপ্ত বিচারকের নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত হন। পুলিশ সূত্রে খবর, বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অবসরপ্রাপ্ত বিচারক বিশ্বনাথ দে। অভিযোগ, তাঁর এটিএম কার্ড হাতিয়ে নেয় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার মহম্মদ হাসান গাজি। এটিএম কার্ডের মাধ্যমে ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মহম্মদ হাসান গাজির বিরুদ্ধে। ফুলবাগান থানায় দায়ের করা হয় অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, অভিযোগ পেয়ে তদন্তে নামে তারা। এটিএমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ। আরজি কর কাণ্ডেও গ্রেফতার হওয়া ‘মূল অভিযুক্ত’ সঞ্জয় রায় পেশায় একজন সিভিক ভলান্টিয়ার। আবার ভাতারে ১০ আগস্ট মহিলা চিকিৎসককে হুমকির অভিযোগে গ্রেফতার হয় এক সিভিক। এবার বিচারকের টাকা হাতানোর ঘটনাতেও নাম জড়ালো সিভিক ভলান্টিয়ারের।