৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

আরজি কর কাণ্ডে সক্রিয় বিরোধীরা, প্রশাসনিক প্রধানের ভমিকায় ‘সংযত’ মমতা

High News Digital Desk:

কলকাতা: আরজি করের ঘটনায় প্রবল চাপে রাজ্য প্রশাসন| চিকিৎসক তরুণীর রহস্যমৃত্যতে একদিকে যেমন জুনিয়র চিকিৎসকরা অনির্দিষ্ট কাল কর্মবিরতির ডাক দিয়েছেন, তেমনই রাজ্যের শাসকদলকে কাঠগড়ায় তুলতে সক্রিয় হয়ে উঠেছেন বাম, বিজেপি, কংগ্রেসের নেতানেত্রীরা| একদিকে যেমন আরজি কর চত্বরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গিয়ে পুলিশকে রীতিমতো বিপর্যস্ত দেখাচ্ছে, অন্যদিকে তণমূল কংগ্রেসের নেতারাও বিরোধীদের জবাব দিতে গিয়ে দুবার ভাবতে বাধ্য হচ্ছেন|
মৃত তরুণীর মায়ের বুকফাটা কান্না নাড়িয়ে দিয়েছে রাজ্যকে| যেকোনও সংবেদনশীল রাজ্যবাসী চাইছেন, দোষীর চূড়ান্ত সাজা হোক| একমাত্র পক্ষপাতহীন অস্পষ্টতা-বিবর্জিত তদন্তপ্রক্রিয়া ছাড়া তা সম্ভব নয়, এও বুঝছেন সকলে| ঘনীভূত হচ্ছে বিপন্নতা| ঘনিয়ে উঠছে আশঙ্কাও|
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য নিহত তরুণী চিকিৎসকের বাবা-মায়ের সঙ্গে কথা বলেছেন এরই মধ্যে| অপরাধীদের কোনওভাবেই রেয়াত করা হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি| শোকগ্রস্ত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি রাজ্যের প্রশাসনিক প্রধানের থেকে সঙ্গত প্রত্যাশা| এখন সেই প্রত্যাশাপূরণটকুই যথেষ্ট নয়, নিঃসন্দেহে|
দূরভাষে বাংলার এক সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাকে দ্বিধাহীন ভাষায় নৃশংস ও ন্যক্কারজনক বলে অভিহিত করেছেন| পাশাপাশি ওই সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, আরজি কর কাণ্ডে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবি উঠলেও তাতে বাধা দেবে না বাংলার সরকার| জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ কর্মসূচির যৌক্তিকতাও স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী| তবে রোগীস্বার্থে চিকিৎসকরা যেন কাজে ফেরেন দ্রুত, মমতা বন্দ্যোপাধ্যায় সেই আবেদন করেছেন ওই সংবাদমাধ্যমের দূরভাষ-প্রতিক্রিয়ায়|

Scroll to Top