৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

আরজি করের দুর্নীতি তদন্তে মর্গে সিবিআই, চলল নথি যাচাই থেকে কর্মীদের জিজ্ঞাসাবাদ

কলকাতা : আরজি কর হাসপাতালে ফের সিবিআই আধিকারিকরা। তবে এবার গেলেন হাসপাতালের মর্গে। বৃহস্পতিবার আরজি কর হাসপাতালে পৌঁছয় ৫ সদস্যের সিবিআইয়ের দল। হাসপাতালে পৌঁছে সোজা মর্গে চলে যান কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা। কথা বলেন মর্গের কর্মীদের সঙ্গে। সংগ্রহ করেন বেশ কিছু তথ্য।

এদিন ফের জিজ্ঞাসাবাদ চলছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। একদিকে জেরা, অন্যদিকে সিবিআইয়ের আরেক দল পৌঁছে যায় আরজি কর হাসপাতালের মর্গে। সূত্রের খবর, আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্ত করছে সিবিআই। দেহ লোপাটেরও অভিযোগ রয়েছে সন্দীপের বিরুদ্ধে। সেই তদন্তের সূত্র খুঁজতেই মর্গে গোয়েন্দারা।

আরজি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির করা মামলায় চলছে সিবিআই তদন্ত। দেহ লোপাট, হাসপাতালের জৈব বর্জ্য নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষ ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে। সন্দীপের পাশাপাশি, একাধিক ব্যক্তিকে এই মামলায় জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। ফরেন্সিক শিক্ষক চিকিৎসক দেবাশিস সোমকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার হাসপাতালের মর্গে গিয়ে তথ্যপ্রমাণ জোগাড়, নথি যাচাই ও মর্গের কর্মীদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে সিবিআই।

Scroll to Top