- আয়ারল্যান্ড থেকে ভারতীয় দল চন্দ্রযান ৩-এর সাফল্য দেখল ছোঁয়ার মুহূর্তে আনন্দে মেতে ওঠেন ক্রিকেটাররা
ইতিহাস গড়ল ভারত। এই প্রথম কোনও দেশ চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখল। রাশিয়া বা আমেরিকা যে পরিকল্পনা করেও সাফল্য এখনও পায়নি, তাই এবার ভারতের মুঠোয়। ভারতীয় দল এখন আয়ারল্যান্ডে। এমনিতে দুটি ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে ফেলেছে জসপ্রিত বুমরাহর দল। এদিকে, চাঁদের মাটিতে নতুন ইতিহাস লিখেছে ভারত। চন্দ্রযান ৩ চাঁদের কুমেরু অভিযানে সফল। বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারত এই ইতিহাস লিখল। বুধবার সন্ধে ৬টা বেজে ৪ মিনিটে চাঁদে নামে ল্যান্ডার ‘বিক্রম’। গোটা দেশ ইসরো-র সাফল্যে মেতে ওঠে। সফল অবতরণ দেখছিলেন জশপ্রীত বুমরাহ এবং তাঁর দল। বীর বিক্রমে চাঁদের মাটিতে অবতরণের মুহূর্ত উপভোগ করেন ভারতের ক্রিকেটাররা। চন্দ্রযান ৩-এর চাঁদের মাটি ছোঁয়ার মুহূর্তে আনন্দে মেতে ওঠেন ক্রিকেটাররা। ল্যান্ডার ‘বিক্রম’ চাঁদের মাটি ছুঁতেই হাততালি দিয়ে ওঠে গোটা ভারতীয় দল। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। বিরাচ কোহলি, রোহিত শর্মারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইসরোর এই সাফল্যে গর্বিত বলে জানিয়েছেন। দেশের এমন সাফল্যের দিনে শুভেচ্ছা জানিয়েছেন হার্দিক পান্ডিয়া।










