২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক যশপ্রীত বুমরা

High News Digital Desk:
  • আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক যশপ্রীত বুমরা

দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপ ও এর আগে এশিয়া কাপে ফেরার জন্য পুরো তৈরি বুমরাহ। ভারতীয় দলকে ১৮ তারিখ থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে  নিজেদের পরবর্তী সিরিজ খেলতে দেখা যাবে। ১৮ তারিখ থেকে শুরু হবে সেই সিরিজ। তার আগে আজ, ১৫ অগাস্টই দেশ ছাড়ল টিম ইন্ডিয়া। তবে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা এই সিরিজে একজনের জন্যই আরও বেশি করে নজর রাখবেন। তিনি যশপ্রীত বুমরা। দীর্ঘ সময় ধরে তিনি পিঠের চোটে ভুগছিলেন। গত বছরের অস্ট্রেলিয়া সিরিজের পর থেকে আর কোনও ম্যাচই খেলেননি তিনি। পিঠের চোটে ভুগছিলেন তিনি। চোট থেকে রেহাই পেতে অস্ত্রোপ্রচারও করাতে হয় তাঁকে।  আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাঁকে অধিনায়ক হিসেবে বেছে নিয়ে সেই বার্তাই দিয়েছিল বিসিসিআই ও অজিত আগরকারের জাতীয় নির্বাচক কমিটি। গত কয়েক দিন ধরে নেটে তিনি যে ভাবে বল করছেন তাতে আশা বাড়ছিল। এক টানা বল করছেন বুমরাহ। কোনও প্রতিযোগিতা মূলক ম্যাচ না খেললেও, সম্প্রতি কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলেছিলেন তারকা জশপ্রীত বুমরাহ। আর তাই আগামী কয়েক মাসে একাধিক কঠিন ম্যাচের কথা মাথায় রেখে বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, সূর্য কুমার যাদব, মহম্মদ শামি, কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহালদের মতো তারকাদের বিশ্রাম দিয়ে বুমরাহের নেতৃত্বে একেবারে তরুণ দল আয়ারল্যান্ড উড়ে গেল।

Scroll to Top