আমেরিকা সফর বাতিল করলেন রাজ্যপাল একেবারে শেষ মুহূর্তে:
আমেরিকা সফর বাতিল করলেন রাজ্যপাল একেবারে শেষ মুহূর্তে। সোমবার রাজভবনের তরফে রাজ্যপালের সফর বাতিলের বিষয়টি জানানো হয়েছে। ডেঙ্গি এবং রাজ্যের বেহাল আর্থিক পরিস্থিতির কথা চিন্তা করেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানিয়েছে রাজভবন। ওয়ার্ল্ড কালচার ফেস্টিভ্যাল বা সাহিত্য উৎসবে যোগ দিতে আমেরিকায় আমন্ত্রিত ছিলেন সি ভি আনন্দ বোস। ওয়াশিংটনে ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত চলবে সেই সাহিত্য উৎসব। সেখানে কলকাতা তথা দেশের প্রতিনিধি হিসেবে আমন্ত্রিত ছিলেন রাজ্যপাল। রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন মহাসচিব বান কি মুনের নেতৃত্বাধীন কমিটির আমন্ত্রণেই তাঁর বিদেশ সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি নিজেই সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সফরের ক্ষেত্রে সব খরচ দেওয়ার কথা জানিয়েছিল সংশ্লিষ্ট আয়োজক কমিটি। কিন্তু রাজ্যপাল সেই আমেরিকার সেই আতিথেয়তা নিতে অস্বীকার করেন। প্রোটোকল অনুযায়ীও সেটা নেওয়া যায় না বলে জানানো হয়েছে রাজভবনের তরফে। সে ক্ষেত্রে এই সফরে যেতে হলে খরচ হত রাজ্যের কোষাগার থেকে। রাজ্যপাল মনে করেছেন, রাজ্যের যা আর্থিক পরিস্থিতি, তাতে এই খরচ করা ঠিক হবে না। এছাড়া ডেঙ্গি নিয়ে উদ্বেগজনক পরিস্থিতির মাঝে রাজ্যপাল ছেড়ে যেতে চাইছেন না। বিদেশের মাটি থেকে লগ্নি টানতে স্পেন সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধেয় কলকাতায় ফেরেন তিনি। তার পরই চর্চায় উঠে আসে রাজ্যপালের বিদেশ সফর। এরপর আচমকাই সফর বাতিল করলেন তিনি নিজেই। এই সফরেই আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে সমন্বয় সাধন নিয়ে একটি বৈঠক হওয়ার কথা ছিল তাঁর। সেই সমন্বয়ে বাংলার ছাত্রছাত্রীরা উপকৃত হতে পারতেন বলে দাবি রাজ্যপালের। আচার্য হিসেবে সেই বৈঠক করবেন তিনি। আমেরিকা না গেলেও অনলাইনে সেই বৈঠক হবে বলে জানা গিয়েছে।