৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

আপেল চাষিদের মুখে হাসি আনল বৃষ্টি, ভালো ফলনের প্রত্যাশা

High News Digital Desk:

: তুষারপাতের পর মুখে হাসি উঠল কাশ্মীরের আপেল চাষিদের। একটানা শুষ্ক আবহাওয়া আপেল চাষিদের জন্য কষ্টের কারণ হয়ে উঠেছিল, অবশেষে বৃষ্টি ও তুষারপাত তাঁদের মুখে হাসি আনল। দীর্ঘায়িত শুষ্ক আবহাওয়া মাটির আর্দ্রতা হ্রাস করেছিল, পাশাপাশি কৃষকরা নিজেদের জমিতে সার প্রয়োগ করতেও পারছিলেন না। অবশেষে বৃষ্টি হওয়ায় ভালো ফলনের আশা করছেন আপেল চাষিরা।

আপেল চাষিরা জানাচ্ছেন, শুষ্ক আবহাওয়ার জন্য মাটি পুষ্টি শোষণ করতে পারছিল না। অনেক কৃষক বলছেন, দীর্ঘায়িত শুষ্ক আবহাওয়ার কারণে চাষের প্রক্রিয়াও এবার বিলম্বিত হয়েছে। শুধুমাত্র আপেল চাষিরাই নন, বৃষ্টি ও তুষারপাত পুলওয়ামা ও কুলগাম জেলার ধান চাষিদের জন্যও স্বস্তি বয়ে এনেছে। পুলওয়ামার বাসিন্দা আব্দুল রশিদ নামে এক কৃষক বলেছেন, ধান চাষের জন্য জলের ভীষণ প্রয়োজন ছিল।

Scroll to Top