আপাতত বুদ্ধদেব ভট্টাচার্য স্থিতিশীল বলে জানানো হয়েছে উডল্যান্ড হাসপাতালের সর্বশেষ মেডিক্যাল বুলেটিনে:
শ্বাসকষ্ট নিয়ে ভরতি হওয়া বুদ্ধদেব ভট্টাচার্য শনিবার রাত থেকে ভেন্টিলেশনে রয়েছেন। ফুসফুসে সংক্রমণও রয়েছে তাঁর। রবিবার সকালে আংশিক আচ্ছন্নভাব কেটেছে। সকালে চিকিৎসক কৌশিক চক্রবর্তী জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে ক্লেবশিয়েলা নামক একটি ব্যাক্টেরিয়া পাওয়া গিয়েছে। এই ব্যাক্টিরিয়াটা কী? শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে। পাশাপাশি কোনও ওষুধের প্রতিক্রিয়াও হতে দেয় না শরীরে। শনিবার সন্ধেয় হাসপাতালে ভর্তির পর রক্তে অক্সিজেনের মাত্রা বাড়ার পর তাঁর আচ্ছন্ন ভাব কিছুটা কেটে যায়। পরে আবার তাঁর আচ্ছন্ন ভাব চলে আসে। রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। ফলে তাঁকে শেষপর্যন্ত ভেন্টিলেশনে দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে উডল্যান্ড হাসপাতালের সর্বশেষ মেডিক্যাল বুলেটিনে। বুলেটিন অনুযায়ী, রবিবার দুপুরে তাঁর সিটি স্ক্যান করানো হবে। জানা গিয়েছে, বুকের সিটি স্ক্যান করে ফুসফুসের ক্ষতির একটা আন্দাজ পেতে চাইছেন চিকিৎসকরা। ২৪ ঘণ্টা তাঁর শারীরিক পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছেন চিকিৎসকরা। উল্লেখ্য, হাসপাতালে থাকা নিয়ে বরাবর অনিহা বুদ্ধদেব ভট্টাচার্য।