৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

মহাকুম্ভের ষষ্ঠ দিন, ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান ৭.৩ কোটি ভক্তের

High News Digital Desk:

উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভের ষষ্ঠ দিনেও পুণ্যস্নান করলেন বিপুল সংখ্যক ভক্তরা। শনিবার ভোররাত থেকেই গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গমে অমৃতস্নান করেছেন ভক্তরা। এযাবৎ ৭ কোটিরও বেশি ভক্ত ত্রিবেণী সঙ্গমে অমৃতস্নান করেছেন। বিশ্বের বৃহত্তম এই ধর্মীয় সমাবেশে এখনও আসছেন ভক্তরা। ১৮ জানুয়ারি ১০ লক্ষেরও বেশি কল্পবাসী এবং ৭.২৭ লক্ষ তীর্থযাত্রী মহাকুম্ভে অংশ নিয়েছেন, মোট ১৭.২৭ লক্ষ মানুষ পবিত্র ডুব দিয়েছেন। এখনও পর্যন্ত ৭.৩ কোটিরও বেশি ভক্ত পুণ্যস্নান করেছেন।

গত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। শনিবার ষষ্ঠ দিনেও বিপুল সংখ্যক ভক্ত আসছেন প্রয়াগরাজে। ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নানের উদ্দেশ্যে আসছেন ভক্তরা। মহাকুম্ভ মেলা চলবে ৪৫-দিন ধরে। উল্লেখ্য, শুধুমাত্র মকর সংক্রান্তির দিন ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নান কেছিলেন ৩.৫ কোটিরও বেশি মানুষ।

Scroll to Top