৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

(আপডেট) ছত্তিশগড়-ওড়িশা সীমানায় ১৬ জন নকশাল খতম, উদ্ধার আগ্নেয়াস্ত্র

High News Digital Desk:

 নকশালদের বিরুদ্ধে অভিযানে ফের বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। ছত্তিশগড়-ওড়িশা সীমানায় গড়িয়াবন্দে এনকাউন্টারে নিকেশ হয়েছে ১৬ জন নকশাল। মঙ্গলবার ছত্তিশগড় পুলিশ বড়সড় এই সাফল্য পেয়েছে। নিহত নকশালদের মধ্যে একজনের মাথার দাম ছিল ১ কোটি টাকা। অভিযান এখনও জারি রয়েছে।

গড়িয়াবন্দের পুলিশ সুপার নিখিল রাখেচা বলেছেন, এখনও পর্যন্ত ১৬ জন নকশালের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নকশালদের কেন্দ্রীয় কমিটির সদস্য জয়রাম ওরফে চালাপাথিও রয়েছে, তার মাথার দাম ছিল এক কোটি টাকা। এসএলআর রাইফেলের মতো স্বয়ংক্রিয় অস্ত্রসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। রায়পুর জোন (আইজি) অমরেশ মিশ্র বলেছেন, এখনও পর্যন্ত ১৬ জন নকশালের দেহ উদ্ধার হয়েছে, একে ৪৭ রাইফেল, এসএলআর, ইনসাস এবং স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তল্লাশি অভিযান এখনও জারি রয়েছে।

গড়িয়াবন্দ এনকাউন্টার প্রসঙ্গে ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী অরুণ সাও বলেছেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন, আমরা ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশকে নকশালবাদমুক্ত করব। আমাদের নিরাপত্তা বাহিনীও সাহসিকতার সঙ্গে এই লক্ষ্যে কাজ করছে, তাঁরা সফলও হচ্ছেন। গড়িয়াবন্দ এই সাফল্যের জন্য আমি অভিবাদন জানাই।

Scroll to Top