৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট…অসমে ১৫ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, হত দুই, আহত ২৫, সংকটজনক চার

High News Digital Desk:

অসমের ১৫ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন ২৫ জনের বেশি। তাঁদের মধ্যে সংকটজনক অবস্থায় চারজনকে নিয়ে আসা হয়েছে গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে। নিহত একজন তেজপুরের দ’পৰ্বতীয়ার জনৈক নারায়ণ বরা বলে শনাক্ত করা হয়েছে। অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে আজ সোমবার সকালে দরং জেলার অন্তর্গত ধুলা এলাকায়।

জানা গেছে, আজ সকালে তেজপুর থেকে যাত্ৰী নিয়ে গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা করেছিল অসম রাজ্য পরিবহণ নিগম-এর এএস ২০ ২২৮৯ নম্বরের একটি আল্ট্রা বাস। কিন্তু দরং জেলার খারুপেটিয়া সেনা ছাউনির কাছে গিয়ে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার প্রভাব এতটাই তীব্র ছিল যে, বাসের ভেতরে উদ্ধার করা হয়েছে ঝুলন্ত মৃতদেহ।

দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে নিকটবর্তী ধুলা থানা থেকে পুলিশের দল গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাসকে নিজেদের হেফাজতে নিয়ে হতাহতদের উদ্ধার শুরু করে। ইতিমধ্যে আহতদের নিয়ে যাওয়া হয় মঙ্গলদৈ সিভিল হাসপাতালে। হাসপাতালে দুজনকে মৃত ঘোষণা করে আহতদের ভরতি করে চিকিৎসা শুরু করেছেন ডাক্তাররা। এর মধ্যে সংকটজনক অবস্থায় চারজনকে নিয়ে পাঠানো হয়েছে গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে।

এদিকে ধুলা পুলিশ থানা চত্বরে সংবাদ মাধ্যমের প্ৰবেশে বাধা দেওয়ায় কীভাবে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারেননি সাংবাদিকরা। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, চার চাকার একটি টাটা ডিআই-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। দুৰ্ঘটনা সংঘটিত করে ঘটনাস্থল থেকে টাটা ডিআই নিয়ে পালিয়ে গেছে চালক। ইত্যবসরে জেলা পুলিশের পদস্থ আধিকারিকরা থানায় গিয়ে পৌঁছেছেন

Scroll to Top