৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

আন্দোলনরত চিকিৎসকদের অর্ধেক শর্ত মেনে নবান্নের বৈঠকে আবারও আহ্বান

কলকাতা : বিকেল ৫টায় খুলবে জট? রাজ্যের তরফে মুখ্যসচিব মনোজ পন্থের পত্রে আবারও নবান্নের বৈঠকে আহূত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট| বিকেল ৫টায় আলোচনায় বসার জন্য আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ডাক দিল রাজ্য সরকার| তবে এর আগে মুখ্যসচিবকে ইমেল করে বৈঠকে যোগ দেওয়ার যেসব পূর্বশর্ত রেখেছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, তার সব কটি মেনে নেওয়া হয়নি|

বিক্ষোভ-অবস্থানে সামিল চিকিৎসকরা চেয়েছিলেন, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে নবান্নে বৈঠক হোক| মুখ্যসচিবের পত্রে তা মেনে নেওয়া হয়েছে| অর্থাৎ, বিকেল ৫টায় জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসতে নবান্নে হাজির থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়| আন্দোলনকারীরা তাঁদের ৫টি প্রধান দাবি নিয়েই আলোচনায় আগ্রহী ছিল| মেনে নেওয়া হয়েছে তাও|

স্বাস্থ্য ভবনের অদূরে বিক্ষোভ-অবস্থান চালানো জুনিয়র ডাক্তাররা নবান্নের বৈঠকে যেতে প্রতিনিধির সংখ্যা বাড়িয়ে অন্তত ৩০ করতে চেয়েছিলেন| এই শর্ত মেনে নেয়নি রাজ্য| আগের মতোই আবারও জানিয়ে দেওয়া হয়েছে, সর্বাধিক ১৫ জনই যেতে পারবেন নবান্নের বৈঠকে| এছাড়া উভয়পক্ষের স্বচ্ছতা রক্ষার্থে বৈঠকের সরাসরি সম্প্রচার চেয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট| সরকারের তরফে এই শর্তও মানা হয়নি| তবে মুখ্যসচিব পত্রে উল্লেখ করেছেন, স্বচ্ছতা বজায় রাখার প্রশ্নে পুরো বৈঠকের ভিডিওগ্রাফি করা হবে| সরাসরি সম্প্রচার সম্ভব নয়|

এমতাবস্থায় আন্দোলনরত চিকিৎসকরা মুখ্যসচিবের পত্রের বিষয়বস্তু নিয়ে নিজেদের মধ্যে আলোচনায় বসেছেন| অর্ধেক শর্তপূরণের প্রেক্ষাপটে নবান্নের বৈঠকে তাঁরা কি পাঠাবেন ১৫ জন প্রতিনিধিকে? নাকি আবারও শর্ত সংঘাতে দর কষাকষির মধ্যে দিয়েই কেটে যাবে আরও একটি দিন? আর কিছক্ষণ পরেই পরিষ্কার হয়ে যাবে উত্তর|

 

Scroll to Top