৪ কার্তিক ১৪৩২ বুধবার ২১ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২ বুধবার ২১ অক্টোবর ২০২৫

আদালতে নাকানিচোবানি আইনজীবীর, আপাতত ছুটি সন্দীপ ঘোষের

High News Digital Desk:

কলকাতা : কলকাতা হাইকোর্টের অনড় ও কড়া অবস্থানে শেষ পর্যন্ত ১৫ দিনের ছুটিতে আরজি কর মেডিক্যাল কলেজের সদ্য-প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ| চিকিৎসক-তরুণীর ধর্ষণ-মৃত্যর ঘটনায় প্রথম থেকেই বিতর্ক ও রোষের কেন্দ্রে সন্দীপ ঘোষ| একাধিক গোলমেলে মন্তব্য করে আসছিলেন তিনি| মঙ্গলবার কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানির সময় তাঁর সেই মন্তব্যগুলিও আলোচনায় উঠে আসে| সন্দীপ ঘোষ নাকি ঘটনাকে ‘সাইকোসিস’ বলেছিলেন শুনে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম রীতিমতো বিস্মিত হন| অভিযোগের কেন্দ্রে থাকা বিতর্কিত ওই মন্তব্যকে গুরুতর আখ্যা দিয়ে সংশ্লিষ্ট বিষয়ে হলফনামা জমা দেওয়ার কথা বলেন তিনি| সোমবার অধ্যক্ষ পদ থেকে নৈতিকতা দেখিয়ে ইস্তফা দেওয়া সন্দীপ ঘোষকে ওই দিন বিকেলেই ‘রিওয়ার্ড’ হিসেবে ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ করা নিয়েও বিস্ময় প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি|
ইস্তফা গ্রহণ না করে ২৪ ঘণ্টার মধ্যে আরেক কলেজের অধ্যক্ষ পদে যাঁকে বসাতে চাইল রাজ্য, তার প্রভাব কতখানি এই প্রশ্নও তোলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম| পাশাপাশি তাঁর আক্ষেপ, হাসপাতালের অভিভাবক-স্বরূপ পদে আসীন ব্যক্তিই নির্যাতিতার বিষয়ে সংবেদনশীল নন! সন্দীপ ঘোষের ইস্তফা ও নিয়োগের চিঠিও দেখতে চান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি|
সব মিলিয়ে সন্দীপ ঘোষের আইনজীবীকে দৃশ্যত নাজেহাল হতে হয় আদালতে| সম্ভবত হাতের বাইরে বেরিয়ে যাওয়া পরিস্থিতিতে বিশেষ কিছই আর করার ছিল না সন্দীপ ঘোষ বা তাঁর আইনজীবীর| সময় পেয়েছিলেন বিকেল ৩টে পর্যন্ত| তার আগেই কলকাতা হাইকোর্টের কথা মেনে ১৫ দিনের ছুটির আবেদন করেন সন্দীপ ঘোষ| স্বাস্থ্য দফতরও সবুজ সংকেত দিয়ে দেয় কালক্ষেপ না করে|

Scroll to Top