৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

আতঙ্কের অবসান, নাগরাকাটায় খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতা

High News Digital Desk:

অবশেষে আতঙ্কের অবসান, জলপাইগুড়ির নাগরাকাটায় খাঁচাবন্দি হল পূর্ণবয়স্ক চিতা। বৃহস্পতিবার সকালে বন দফতরের পেতে রাখা খাঁচায় বন্দি হয়েছে চিতাবাঘটি। সকাল সাড়ে ৯টা নাগাদ নাগরাকাটা ব্লকের কাঠালধুরা চা বাগানে বন দফতরের পেতে রাখা খাঁচাতেই ধরা পড়ে চিতাবাঘটি। তারপরেই সেটিকে উদ্ধার করে নিয়ে যায় খুনিয়া রেঞ্জের বনকর্মীরা।

গত দু’দিন ধরেই ওই চা বাগানের ১৬ নম্বর সেকশনে ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতে রেখেছিল বনকর্মীরা। বৃহস্পতিবার সকালে সেই টোপ খেতে এসেই খাঁচায় আটকে পড়ে চিতাবাঘটি। খবর পেয়ে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর চিতাবাঘটিকে গোরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল কুমার দে। চিতাটি পূর্ণবয়স্ক ও পুরুষ।

Scroll to Top