৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

আইপিএল ইতিহাসে ইডেনে রেকর্ড

High News Digital Desk:

আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৬ বলে ৬ ছক্কার ঘটনা অনেকবারই ঘটেছে। তবে আইপিএলে কিন্তু এর আগে এমন ঘটনা ঘটেনি। অবশেষে টুর্নামেন্টের ১৮তম সংস্করণে এসে গতকাল ইডেন দেখল। প্রথম এই কাজটি করে দেখালেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ।

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টানা ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়েছেন এই ব্যাটার। তবে এই কীর্তি এক ওভারে নয়, হয়েছে দু ওভারে।

কলকাতার বিপক্ষে এই ইনিংস খেলার পথে ১৩তম ওভারে মঈন আলীর প্রথম বলে সিঙ্গেল নিয়ে পরাগকে স্ট্রাইক দেন শিমরন হেটমায়ার। পরের ৫ বলে ৫টি ছক্কা মারেন পরাগ।

পরের ১৪তম ওভারে বল করতে আসেন বরুণ চক্রবর্তী। এবারও প্রথম বলে সিঙ্গেল নিয়ে পরাগকে ব্যাট করতে দেন হেটমায়ার। এই ওভারেও নিজের খেলা প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েন পরাগ। এই ইনিংসে ৪৫ বলে ৯৫ রান করে এমন এক ক্যাপ্টেনস নক খেলার পরও কলকাতার বিপক্ষে ম্যাচটি হেরে গেছে রাজস্থান।

Scroll to Top