- অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদ এফসি-কে ২-০ হারিয়ে দিল, মোহনবাগান আইএসএল-এর ইতিহাসে প্রথম দল হিসেবে প্রথম ৫ ম্যাচেই জয় পেল মোহনবাগান
বেশ কিছুদিন বিরতির পর শনিবার ফের আইএসএল-এ ম্যাচ খেলতে নেমেই জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট। এএফসি কাপের ম্যাচের জন্য কিছুদিন আইএসএল-এ সবুজ-মেরুনের ম্যাচ দেওয়া হয়নি। শনিবার অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদ এফসি-কে ২-০ হারিয়ে দিল হুয়ান ফেরান্দোর দল। চলতি আইএসএল-এ পরপর ৫ ম্যাচে জয় পেল গতবারের চ্যাম্পিয়নরা। ৫ ম্যাচ খেলে সবুজ-মেরুনের পয়েন্ট ১৫। শীর্ষে থাকা কেরালা ব্লাস্টার্স ৮ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট পেয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়া ৬ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট পেয়েছে। ফলে পরের ম্যাচে জয় পেলেই শীর্ষে পৌঁছে যাবে মোহনবাগান সুপার জায়ান্ট। হায়দরাবাদের বিরুদ্ধে জয়সূচক গোল পেতে অবশ্য ম্যাচের শেষদিক পর্যন্ত অপেক্ষা করতে হল সবুজ-মেরুনকে। ৮৫ মিনিটে প্রথম গোল করেন ব্রেন্ডন হ্যামিল। সংযোজিত সময়ে ব্যবধান বাড়ান আশিস রাই। এই ২ গোলেই জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএল-এর ইতিহাসে প্রথম দল হিসেবে প্রথম ৫ ম্যাচেই জয় পেল মোহনবাগান । কয়েকদিন আগেই ঘরের মাঠে এএফসি কাপের ম্যাচে ওড়িশা এফসি-র বিরুদ্ধে ২-৫ গোলে হারের পর শনিবারের ম্যাচ সবুজ-মেরুনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই ম্যাচের শুরু থেকেই গোলের লক্ষ্যে ঝাঁপান জেসন কামিংস, কিয়ান নাসিরিরা। কিন্তু প্রথমার্ধে গোল করতে পারেননি তাঁরা। ঘরের মাঠে হায়দরাবাদের ফুটবলাররাও লড়াই করছিলেন। একসময় মনে হচ্ছিল ম্যাচ ড্র হতে পারে। কিন্তু হ্যামিলের গোল সবুজ-মেরুনের জয় নিশ্চিত করে দেয়। এরপর আশিসের গোল সোনায় সোহাগা হয়ে যায়।