অস্ত্রোপচারের পর আপাতত স্থিতিশীল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র:
গত বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে চিকিৎসারত অবস্থাতেই কাঁধের হাড় ভেঙেছিল মদনের৷ প্রায় আড়াই ঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর কামারহাটির তৃণমূল বিধায়কের কাঁধের হাড় জোড়া লাগান চিকিৎসকরা৷ তাঁর বাঁ কাঁধের হাড় জুড়তে আড়াই ইঞ্চি লম্বা টাইটেনিয়াম প্লেটে দশটি স্ক্রু বসানো হয়েছে। এসএসকেএম হাসপাতালের অস্থিশল্য বিশেষজ্ঞদের তৎপরতায় জুড়ল বিধায়কের বাঁ কাঁধের হাড়।আগামী ৪৮ ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। তবে তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে বলে জানা যাচ্ছে। বুধবার সকাল ১০টায় অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় মদনকে। তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা কম থাকায় প্রায় একঘণ্টা দেরি হয়। তাঁকে স্থিতিশীল করে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে বেলা ১২টা নাগাদ অ্যানাস্থেসিস্টরা সম্পূর্ণ অজ্ঞান করেন। এর পরই অস্ত্রোপচার হয়। দুপুর দুটোর মধ্যে অস্ত্রোপচার শেষ। আড়াইটের মধ্যে তাঁর জ্ঞান ফেরানো হয়।বৃহস্পতিবার খিঁচুনির জেরে পড়ে গিয়ে বাঁ কাঁধের হাড় ভেঙে যায় মদন মিত্রের। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উডবার্ন থেকে সিসিইউয়ে স্থানান্তরিত করা হয় তাঁকে। তখনই শোনা গিয়েছিল বুধবার অস্ত্রোপচারের কথা। ট্রমা কেয়ারে বাম কাঁধের অস্ত্রোপচারের কথা ছিল। শরীরটা বিগত কয়েক সপ্তাহ ধরে ভাল যাচ্ছিল না মদনের। এরইমধ্যে গত সোমবার শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে যাওয়ায় তাঁকে নিয়ে আসা হয় এসএসকেএমে।চিকিৎসকরা তখনই জানিয়েছিলেন, তৃণমূল বিধায়কের কাঁধের হাড় জুড়তে অস্ত্রোপচার প্রয়োজন৷ কিন্তু মদনের শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত অস্ত্রোপচারের ঝুঁকি নেননি চিকিৎসকরা৷ শেষ পর্যন্ত বুধবার এসএসকেএম-এর ট্রমা কেয়ার সেন্টারে মদনের কাঁধের সফল অস্ত্রোপচার হয়৷ মদনের অস্ত্রোপচারের দিনেই আচমকা এসএসকেএমে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলবন্দি মানিক ভট্টাচার্য। সূত্রের খবর, ঋতু বদলের কারণে বুকে অস্বস্তি বোধ করায় বক্ষরোগ বিভাগে আসেন মানিক। অস্ত্রোপচারের পর আপাতত স্থিতিশীল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।