- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে হেরে গেল ভারত, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে ভারত এগিয়ে রইল ২-১ ব্যবধানে
বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে গ্লেন ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য, বিধ্বংসী ইনিংস এখনও টাটকা ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে। সাত উইকেট খুইয়ে যখন বিরাট চাপে অজিরা, তখন ২০১ রানের অতিমানবিক ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন ম্যাড ম্যাক্স। মঙ্গল-রাতে গুয়াহাটিতে অনেকটা সেই স্মৃতিই ফেরালেন অজি অলরাউন্ডার। মারকাটারি ব্যাটিং করে ভারতের মুখ থেকে জয় ছিনিয়ে নিলেন তিনি। আর সেই সৌজন্যে টিকে রইল অস্ট্রেলিয়ার সিরিজ জয়ের সম্ভাবনা। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরেই ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। তবে তার পরই টি-২০ সিরিজে অজিদের বিরুদ্ধে তেড়েফুঁড়ে ওঠে সূর্যকুমারের টিম ইন্ডিয়া। প্রথম দুটি ম্যাচে জয় ছিনিয়ে নেয় তারা। কিন্তু তৃতীয় ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজ আগেভাগেই পকেটে পুরে ফেলার লক্ষ্য পূরণ হল না। জয়ের জন্য শেষ ৩ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ৪৯ রান। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২১ রান। বোলিং করতে যান কৃষ্ণ। সহজেই ২৩ রান তুলে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ৪ ওভারে ৬৮ রান দেন কৃষ্ণ। ওডিআই ম্যাচে ১০ ওভার বোলিং কোনও বোলার এত রান দিলেই সমালোচনা হয়। সেখানে টি-২০ ম্যাচে এত রান দেওয়ার পর কৃষ্ণর পক্ষে দলে টিকে থাকা কঠিন। এই পেসারই এদিন পার্থক্য গড়ে দিলেন। ভারতের অন্য কোনও বোলার বেশি রান দেননি। ৪৪ রান দিয়ে ১ উইকেট নেন আর্শদীপ সিং। ৩২ রান দিয়ে ২ উইকেট নেন রবি বিষ্ণোই। ৩৭ রান দিয়ে ১ উইকেট নেন আবেশ খান। অক্ষর প্যাটেলও ৩৭ রান দিয়ে ১ উইকেট নেন। ৫৭ বলে ১২৩ রান করে অপরাজিত থাকেন রুতুরাজ। তাঁর ইনিংসে ছিল ১৩টি বাউন্ডারি ও ৭টি ওভার-বাউন্ডারি। ৩৯ রান করেন সূর্যকুমার যাদব। ৩১ রান করে অপরাজিত থাকেন তিলক ভার্মা। ২২৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৩৪ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেই সময় মনে হচ্ছিল ভারতীয় দল জয় পাবে। কিন্তু ম্যাক্সওয়েলের জন্যই জয় পেল অস্ট্রেলিয়া। ৪৮ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল।









