অসম বিধানসভার উপাধ্যক্ষ ডা. নোমল মোমিনের ওপর সংগঠিত হামলার তীব্র নিন্দা করেছে মেঘালয় প্রদেশ বিজেপি। এ ঘটনাকে অগণতান্ত্ৰিক বলে আখ্যা দিয়ে কংগ্রেসি বিধায়ক নুরুল হুদার বিরুদ্ধে অবিলম্বে ‘ক্রিমিন্যাল প্রসিজিয়র’ শুরু করে দৃষ্টান্তমূলক শাস্তি প্ৰদান করার দাবি জানিয়েছে বিজেপির মেঘালয় প্রদেশ কমিটি। প্রদেশ বিজেপি মনে করে, ভবিষ্যতে এ ধরনের ঘৃণ্য কাৰ্যের যাতে পুনরাবৃত্তি না হয়, তার জন্য অসম সরকারকে কঠোর হওয়া উচিত।
মেঘালয় প্রদেশ বিজেপি সভাপতি রিকমান জি মোমিন গতকাল অসম বিধানসভায় সংগঠিত ঘটনার তীব্ৰ নিন্দা করে বলেন, ‘ডা. নোমল মোমিন অসম বিধানসভার একমাত্ৰ গারো উপজাতি এবং একমাত্ৰ খ্ৰিষ্টান সদস্য। তাঁর ওপর অমানবিক আক্ৰমণ কেবল তাঁর ব্যক্তিগত গৌরব নয়, সমগ্ৰ মেঘালয়বাসীর অনুভূতিতে গভীর আঘাত করেছে। মোমিন স্যার কেবল অসম বা মেঘালয়ে নয়, সমগ্ৰ উত্তর-পূৰ্বাঞ্চলের একজন সম্মানীয় ব্যক্তি। এমন একজন উচ্চ মর্যাদাসম্পন্ন ব্যক্তির ওপর সংগঠিত শারীরিক আক্ৰমণ কোনওভাবেই সহ্য করা হবে না।’
রিকমান জি মোমিন আরও বলেন, ‘কংগ্ৰেসিরা সব সময় জনজাতিদের অধিকার নিয়ে হল্লা করলেও, স্বদলীয় এক বিধায়কের এ ধরনের অপরাধজনিত কাৰ্যের ব্যাপারে নিশ্চুপ থাকার ঘটনা অতিশয় লজ্জাজনক। এই মৌনতা প্ৰমাণ করে কংগ্ৰেস পাহাড়ি জনজাতি, ভারতের আদিবাসী, বিশেষ করে মেঘালয়ের প্ৰতি উপেক্ষার মনোভাব পোষণ করে।’ তিনি বলেন, ‘আমি সমূহ মেঘালয়বাসীর প্ৰতি আহ্বান জানাচ্ছি, এ ধরনের নিকৃষ্ট ঘটনা তাঁরা সংগঠিত করে, তাই প্ৰত্যেক নিৰ্বাচনে কংগ্ৰেসকে উপযুক্ত প্ৰত্যুত্তর যেন দেন।’
মেঘালয় প্রদেশ বিজেপি সভাপতি মোমিন আসাম পুলিশের কাছে দাবি জানিয়ে বলেন, ‘আমি আসাম পুলিশের কাছে দাবি জানাচ্ছি যাতে নুরুল হুদার বিরুদ্ধে উপযুক্ত কড়া আইনি পদক্ষেপ নেওয়া হয় এবং ডা. নোমল মোমিনকে ন্যায় প্ৰদান করা হয়। তাঁর মতো একজন সম্মানীত ব্যক্তির ওপর সংগঠিত এমন নিন্দনীয় আক্ৰমণের ঘটনাকে কোনওভাবে শিথিলতা অবলম্বন না করে তৎক্ষণাৎ শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।’