১৯ কার্তিক ১৪৩২ বুধবার ০৫ নভেম্বর ২০২৫
১৯ কার্তিক ১৪৩২ বুধবার ০৫ নভেম্বর ২০২৫

অরুণাচলে ভূমিধস, আনিনি-রোয়িং ৩১৩ নম্বর জাতীয় সড়কে ৬ মাৰ্চ পৰ্যন্ত যান চলাচলে নিষেধাজ্ঞা

High News Digital Desk:

অরুণাচল প্রদেশের দিবাংভ্যালি জেলার অন্তর্গত আনিনি-রোয়িং এলাকার ৩১৩ নম্বর জাতীয় সড়কে ধস পড়ায় ওই রুটে আগামী ৬ মাৰ্চ পৰ্যন্ত সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

আজ বুধবার দিবাং উপত্যকার ডেপুটি কমিশনার (এডিসি) পাগলি সোরা (এপিসিএস) জানান, গতকাল মঙ্গলবার বিকালের দিকে ৩১৩ নম্বর জাতীয় সড়কের এটালিন থেকে পাঁচ কিলো পর্যন্ত বড়সড় ধস নেমেছে। পাহাড় থেকে বিশাল বিশাল পাথর নেমে এসে জাতীয় সড়কে পড়ছে। কিছু জায়গায় নিশ্চিহ্ন হয়ে গেছে রাস্তা। ফলে আনিনি এবং রোয়িঙের মধ্যে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। তাই সর্তকতামূলক ব্যবস্থা হিসেবে ঝুঁকিপূৰ্ণ ওই রুটে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

এডিসি সোরা জানান, ধস সারাইয়ের কাজ দ্রুতগতিতে চলছে। কিন্তু খারাপ আবহাওয়ার দরুন সারাইয়ের কাজ ব্যাহত হচ্ছে। সব ধস পরিষ্কার করতে কমপক্ষে আরও দুদিন সময় লাগতে পারে, বলেন এডিসি।

Scroll to Top