- অমিতাভের পর শচীনের হাতে বিশ্বকাপের গোল্ডেন টিকিট তুলে দিলেন বিসিসিআই সচিব জয় শাহ
অমিতাভ বচ্চনের পর সচিন তেন্ডুলকর । এক দিনের বিশ্বকাপের গোল্ডেন টিকিট পেলেন সচিন। তাঁর হাতে বিশ্বকাপের গোল্ডেন টিকিট তুলে দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই সচিব জয় শাহ। বোর্ডের টুইট করা সেই ছবি ভাইরাল হতে একেবারেই সময় লাগেনি। বিসিসিআই-এর পক্ষ থেকে টুইট করে লেখা হয়েছে, ‘আমাদের দেশ ও ক্রিকেটের কাছে এক আইকনিক মুহূর্ত। ভারতরত্ন শচীন তেন্ডুলকরের হাতে ‘গোল্ডেন টিকিট’ তুলে দিচ্ছেন বোর্ড সচিব জয় শাহ। শচীনের কীর্তি আমাদের সবাইকে গর্বিত করেছে। তাঁর জার্নি আমাদের উদবুদ্ধ করেছে। আশাকরি উনি যে বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট দেখতে আসবেন, সেটা ভেবেই আমরা যথেষ্ট রোমাঞ্চিত হচ্ছি।’ আসন্ন বিশ্বকাপের জন্য গোল্ডেন টিকিট তৈরি করেছে বিসিসিআই। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের দেওয়া হবে এই টিকিট। এই টিকিট থাকলে বিশ্বকাপের সব ম্যাচ দেখা যাবে। ভিআইপি গেট দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে। এবং যাঁর কাছে এই টিকিট থাকবে, তিনি খেলা দেখবেন বিসিসিআইয়ের অতিথি হিসাবে। বিগ বি-র হাতে প্রথম গোল্ডেন টিকিট তুলে দেওয়া হয়েছিল। দ্বিতীয় টিকিটটি পেলেন সচিন। শুক্রবার সকালে সচিনের বাড়িতে যান জয় শাহ। তাঁর হাতে গোল্ডেন টিকিট তুলে দেওয়ার ছবি ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতরত্ন সচিন তেন্ডুলকরকে গোল্ডেন টিকিট উপহার দিলেন বিসিসিআই সচিব জয় শাহ। ক্রিকেটীয় দক্ষতার প্রতীক সচিন তেন্ডুলকর। তিনি দেশের গর্ব। তাঁর যাত্রা কয়েক প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। এবার তিনি ওয়ান ডে বিশ্বকাপের অঙ্গ হচ্ছেন। তিনি সরাসরি ম্যাচ দেখবেন।’