অভিযোগ দমকলমন্ত্রী সুজিত বসুর , তাঁর নাম বলার জন্য তাঁর আপ্ত সহায়কের উপরে চাপ দিচ্ছে ইডি:
বিস্ফোরক অভিযোগ তুললেন দমকলমন্ত্রী সুজিত বসু। মন্ত্রীর দাবি, তাঁর আপ্ত-সহায়ককে চাপ হচ্ছে তাঁর নাম বলার জন্য। শনিবার সুজিত বসুর অভিযোগ, আমার প্রাক্তন আপ্ত সহায়ককে আমার নাম বলার জন্য চাপ দেওয়া হচ্ছে। আমার আপ্ত সহায়ক নিতাই দত্তকে জিজ্ঞসাবাদ করা হয়েছে। কিন্তু কিছুই পায়নি। শুধু বলছে আমরা নাম বললে ছেড়ে দেওয়া হবে। এভাবে ভোটের আগে তৃণমূল নেতাদের ভোটের আগে জেলবন্দি করে রাখার চেষ্টা হচ্ছে। দোষী হলে গ্রেফতার করুন। দুর্নীতির তদন্তে নেমে রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ককে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সম্প্রতি প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়েছেন ইডির হাতে। এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একই অভিযোগ করেছিলেন। তাঁকেও নাম বলার জন্য চাপ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। এবার দমকলমন্ত্রী একই অভিযোগ তুললেন। আমার পিএ-র নাম নিতাই দত্ত, সবাই জানেন। নিতাই এখন কাউন্সিলর হয়েছে, পরে ভাইস চেয়ারম্যান হয়েছে। তাঁর বাড়িতে পাঠিয়ে দেওয়া হল ইডিকে। ১২ ঘন্টা জিজ্ঞাসাবাদ তাঁকে করা হল। তাঁর বাড়ি থেকে কিছু পেল না। তখন চাপ দিতে থাকল। বলতে হবে একটাই নাম – সুজিত বোস। বলে দাও সুজিত বোসের নাম, লিখে দাও নামটা, তোমাকে ছেড়ে দেব। এটা কোন ধরনের অত্যাচার?” ইডির উদ্দেশে ক্ষোভ উগরে দিয়ে বলেন, ”সুজিত বসুর রাজনৈতিক কেরিয়ার ৪২ বছরের। সুজিত বসুর এত খারাপ অবস্থা হয়নি যে টাকার বিনিময়ে লোককে চাকরি দেবে। জীবনে এই কাজ আমি কোনওদিন করিনি। যতই ওকে মেরে ফেলুন, কেটে ফেলুন, যতই ওকে জেলে আটকান, কোনদিনও ও বলবে না যে সুজিত বসু এই কাজ ওকে করতে বলেছে।” তাঁর হুঁশিয়ারি, ”ওই নিউটউনের থার্ড ল আছে না, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনারা মনে রাখবেন, যে যেমন করবেন তার প্রতিক্রিয়া তেমন হবে।”সুজিত বসুর ওই মন্তব্য নিয়ে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, আদালতের নজরদারিতে তদন্ত চলেছে। যা কিছু বলার তা আদালতকে বলাই ভালো। এটা তো পশ্চিমবঙ্গের সিআইডি নয় যে তৃণমূল তাদের নিয়ন্ত্রণ করবে! ইডি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, ইউপিএ জমানার খাঁচার তোতা নয়। যা কিছু হচ্ছে তা আদালতের নির্দেশে হচ্ছে। আদালতের নজরদারিতে হচ্ছে। সুজিত বসুর যদি কোনও বক্তব্য থাকে তা তিনি আদালতেই গিয়ে জানান।