১৯ কার্তিক ১৪৩২ বুধবার ০৫ নভেম্বর ২০২৫
১৯ কার্তিক ১৪৩২ বুধবার ০৫ নভেম্বর ২০২৫

অভিনেত্রীর অভিযোগ যৌন হেনস্থার, বিধায়কের পদত্যাগ দাবি

High News Digital Desk:

তিরুবনন্তপুরম :  মহিলারা রাস্তায়। ক্রোধে প্রতিবাদে সোচ্চার। যৌন নিগ্রহের বিরুদ্ধে গর্জে উঠেছে নারী সমাজ। প্রতিবাদ এতটাই তীব্র যে, প্রশাসনের ঘুম ছুটেছে। অবশেষে জল-কামান দেগে পরিস্থিতি সামাল দিল পুলিশ।

না। যেমনটা ভাবছেন, তা নয়। এই বর্ণনা বর্তমানে বিক্ষুব্ধ মহানগর কলকাতার কোনও রাজপথের তো নয়ই। এই ছবি কেরলের। কী ঘটেছে সেখানে?

কেরলের সিপিআইএম বিধায়ক, মালয়ালম অভিনেতা এম মুকেশের (M Mukesh) বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন সেখানকারই এক অভিনেত্রী। কয়েক বছর আগেকার ঘটনায় ওঠা অভিযোগকে ঘিরে এখন তোলপাড় পড়ে গিয়েছে কেরল জুড়ে। বিধায়ক পদ থেকে এম মুকেশকে সরানোর অভিযোগ জোরদার হয়ে উঠেছে।

অভিযুক্ত বিধায়কের পদত্যাগ দাবি করে শুক্রবার তিরুবনন্তপুরমে (Thiruvananthapuram) চলছিল মহিলা কংগ্রেসের মিছিল। পরিস্থিতি এতটাই প্রবল হয়ে ওঠে যে, কেরল পুলিশ জল-কামান ব্যবহার করে। অবশ্য তাতেও দমানো যায়নি মহিলা কংগ্রেস কর্মীদের। ভেজা জামাকাপড়েই স্লোগান তুলে অব্যাহত ছিল প্রতিবাদ কর্মসূচি।

Scroll to Top