৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত৯ জন

High News Digital Desk:

অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত৯ জন :-

চার মাসের মধ্যে চারটি ভয়াবহ বিস্ফোরণ দেখল বাংলা| যার প্রত্যেকটি ঘটেছে বাজি কারখানায়| বাজি কারখানা বলা হলেও অভিযোগ উঠছে সব জায়গাতেই বোমা বাঁধা হত বেআইনিভাবে| অগাস্টে ফের সেই একই ছবি দেখলো রাজ্য| উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ| বিস্ফোরণের জেরে নিহত হয় কমপক্ষে ৯ জন| নিহতদের মধ্যে ২ জনের দেহ শনাক্ত করা হলেও বাকি ৬ জনের দেহ শনাক্তকরণ করা সম্ভব হয়নি| বেআইনি বাজি কারখানাতেই এই বিস্ফোরণ হয়েছে বলে অভিযোগ| অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় প্রথম কাউকে গ্রেফতার করলো পুলিশ| কেরামত আলির সহযোগী শফিক আলি ওরফে শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে| জানা যায়, মুর্শিদাবাদ জেলার শ্রমিকরা কাজ করতে যায় বাজি কারখানায়| স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বেআইনি ওই বাজি কারখানায় শব্দবাজি তৈরি হত| মজুত ছিলো প্রচর পরিমাণে বাজির মশলা| কারও কারও অভিযোগ ওখানে বোমা তৈরি হত| রবিবার ভয়াবহ বিস্ফোরণে কার‌্যত কেঁপে ওঠে গোটা এলাকা| বিস্ফোরণের তীব্রতায় পুরোপুরি উড়ে গিয়েছে ওই কারখানাটি| এমনকি আশেপাশের বেশ কয়েকটি বাড়ি ও ক্ষতিগ্রস্ত হয়েছে| মৃতের তালিকায় মুর্শিদাবাদের ৫ জন রয়েছে| ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা| ঘটনা নিয়ে বিরোধীরা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন, বাংলা বারুদের স্তুুপে দাঁড়িয়ে| দত্তপুকুরের বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের তদন্তের দাবিতে কলকাতার হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী| বাজি বিস্ফোরণ নিয়ে বিধানসভায় মুলতবি প্রস্তাব প্রস্তাব বিজেপির|

Scroll to Top