৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

অবৈধভাবে নিয়োগ করা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনারকে প্রশ্ন তুলেছেন বিরোধীরা

High News Digital Desk:

অবৈধভাবে নিয়োগ করা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনারকে প্রশ্ন তুলেছেন বিরোধীরা :

রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা নিয়োগে রাজ্যপালের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা। মামলা করার অনুমতি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী বুধবার মামলার শুনানির সম্ভাবনা। ৭ জুন রাজভবন থেকে নতুন রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। অবৈধভাবে নিয়োগ করা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে  অভিযোগ করা হয়েছে।
রাজীব সিনহার নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। রাজ্যপালের সঙ্গে নির্বাচন কমিশনের বিবাদ চরমে উঠেছিল। রাজ্যে পঞ্চায়েত ভোটে অশান্তির ঘটনার পরেও কেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে না নিয়ে প্রশ্ন উঠেছিল। শেষে হাইকোর্টের চাপে পড়ে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু রাজ্য নির্বাচন কমিশন পদে রাজীব সিনহার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তাঁরা অভিযোগ করেছেন রাজ্যপাল কারোর পরামর্শ না নিয়েই রাজীব সিনহাকে নির্বাচন কমিশনার পদে বসিয়েছেন। প্রকাশ্যে রাজ্যপাল রাজীব সিনহাকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজীব সিনহার নিয়োগ সংক্রান্ত নথি সই না করে ফিরিয়ে দিয়েছিলেন।  বিরোধীরা রাজীব সিনহার নিয়োগ বেআইনি বলে অভিযোগ করেছে। সোমবার রাজীব সিনহার নিয়োগকে বেআইনি দাবি করে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।

Scroll to Top