৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

অবশেষে সৌদি আরবের ক্লাবে আল হিলালে যোগ দিলেন নেইমার

High News Digital Desk:
  • অবশেষে সৌদি আরবের ক্লাবে আল হিলালে যোগ দিলেন নেইমার

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর বিশ্ব ফুটবলের আরও এক সুপারস্টার যোগ দিলেন সৌদি আরবের ক্লাবে। নয়া ক্লাবে যোগ দিয়ে নেইমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিয়োতে বলেছেন, “আমি এখন সৌদি আরবে। আমি এখন আল হিলালে। পিএসজির হয়ে বছরে আড়াই কোটি ইউরো স্যালারি পেতেন নেইমার। আল হিলালে পাবেন ১৬ কোটি ইউরো! দুটি মরসুমে ৩২ কোটি ইউরোর চুক্তি হয়েছে। অবশেষে সম্ভাবনাই সত্যি হল। ২ বছরের চুক্তিতে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিলেন ব্রাজিলীয় তারকা ফুটবলার। ২০২৫ সালের জুন মাস পর্যন্ত আল হিলালের সঙ্গে চুক্তি হয়েছে নেইমারের। আনুষ্ঠানিকভাবে আল হিলালের ফুটবলার হিসেবে তাঁর পরিচয় করিয়ে দেওয়ার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।যদিও ২০২৫ পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি ছিল নেইমারের। তবে এর মাঝেই সৌদির ক্লাবে যোগ দিলেন। আল হিলালে ১০ নম্বর জার্সি পরবেন নেইমার।ট্রান্সফার ফি বাবদ ১০০ মিলিয়ন ইউরো বা প্রায় ৯১০ কোটি টাকা পিএসজিকে দেওয়া হবে। উল্লেখ্য, ফরাসি ক্লাবটির হয়ে ৬ মরসুম খেলেছেন নেমার। পিএসজির জার্সিতে ১৭৩ ম্যাচ খেলে মোট ১১৮ গোল করেছেন। ৫টি খেতাবও জিতেছেন। নিজেদেরকে এশিয়ার ‘লিডার’ ক্লাব বলে থাকে আল হিলাল। ৬৬টি ট্রফি জয়ী ক্লাবটি এশিয়া মহাদেশের সবচেয়ে সফল ক্লাব।

Scroll to Top