- অবশেষে জল্পনার অবসান ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে আসবে পাকিস্তান দল
আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। তবে এদেশে বাবর আজমদের খেলতে আসা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। অবশেষে যাবতীয় জল্পনার অবসান। আসন্ন ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে আসবে পাকিস্তান দল। রবিবার বিজ্ঞপ্তি দিয়ে সরকারি ভাবে জানিয়ে দিল পাকিস্তানের বিদেশ মন্ত্রক। প্রথমবার গোটা টুর্নামেন্টটিই ভারতে আয়োজিত হবে। যার শীর্ষে রাখা হয় পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে। পাকিস্তান দল নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার ভার পাক সরকারের উপরেই ছেড়ে দিয়েছিল পাক ক্রিকেট বোর্ড। রবিবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশে গঠিত সেই কমিটি জানিয়ে দিল, ভারতে বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান দল।আমরা বিশ্বাস করি, দুই দেশের মধ্যে সম্পর্ক যেমনই হোক, তা যেন আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়। এখানেই শেষ নয়, পাকিস্তানকে ভারতে আসার অনুমতি দিয়ে ভারতীয় বোর্ডকেও খোঁচা দিয়েছে পাক সরকার। বলা হয়, “আমাদের সিদ্ধান্তই আমাদের দায়িত্ববোধের প্রমাণ। কিন্তু ভারতের আচরণ উলটো। তারা এশিয়া কাপে পাকিস্তানে দল পাঠাতে অস্বীকার করেছে। সঙ্গে এও স্পষ্ট করে দেয় যে ভারতে বাবরদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পাক সরকার। ভারতত সফরে যাতে পাকিস্তান দলকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হয়, সে বিষয়টিও সুনিশ্চিত করার আরজি জানানো হয়েছে আইসিসি এবং বিসিসিআইকে।









