কলকাতা : আরজি কর কাণ্ডের আবহে বাতিল ডুরান্ড কাপের ডার্বি। রবিবার যুবভারতীতে ডুরান্ডের ডার্বিতে মুখোমুখি হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল-মোহনবাগানের। তবে সেই ম্যাচ হচ্ছে না বলেই জানানো হয়েছে ডুরান্ড কাপের আয়োজকদের পক্ষ থেকে। ম্যাচ পয়েন্ট ভাগাভাগি হচ্ছে দুই প্রধানের মধ্যে। ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই দলই পাচ্ছে এক পয়েন্ট করে। কলকাতার দুই প্রধানই চলে যাচ্ছে কোয়ার্টার ফাইনালে।
গত কয়েক দিন ধরে সমাজমাধ্যমে দু’দলের সমর্থকরাই আরজি কর হাসপাতাল কাণ্ডে প্রতিবাদ জানাচ্ছিলেন। দু’দলের সমর্থকদের তরফ থেকে ঠিক হয়, রবিবার ম্যাচের দিন ব্যানার-টিফোর মাধ্যমে ঘটনার প্রতিবাদ করা হবে। ম্যাচ শুরুর আগে নীরবতা পালন ও কালো পোশাক পরে আরজি করের ঘটনার প্রতিবাদ করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। শনিবার ডুরান্ড কাপের আয়োজকদের সঙ্গে বিধাননগর কমিশনারেটের পুলিশ কর্তাদের বৈঠক হয়। সেই বৈঠকে পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয় বলে জানায় রাজ্য। সূত্রের খবর, বিভন্ন জায়গায় আরজি কর হাসপাতালের ঘটনায় প্রতিবাদ কর্মসূচি চলছে। সেই সব জায়গায় মোতায়েন করতে হয়েছে পুলিশবাহিনী। তাই ডার্বির জন্য পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে। অন্য কোনও রাজ্যে এই ডার্বি করানো যায় কিনা, তা নিয়েও আলোচনা হয় বিস্তর। ৩১ আগস্টের মধ্যে শেষ করতে হবে টুর্নামেন্ট। অবশেষে ডার্বি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
ডার্বি বাতিলের সিদ্ধান্তে উঠেছে সমলাচনার ঝড়। পর্যাপ্ত পুলিশ না থাকা, নাকি আরজি করের প্রতিবাদের আঁচ এবার ময়দান পর্যন্ত পৌঁছে যাওয়ায় বিতর্ক এড়াতে চাইল রাজ্য? এই আবহে ডার্বি বাতিল হতে পারে, জল্পনা চলছিল কয়েকদিন ধরেই। দুই দলের সমর্থকরা এক হয়ে প্রতিবাদে সামিল হওয়ার বার্তাও দিয়েছিলেন। প্রথম থেকেই সমর্থকদের টিফো নিয়ে মাঠে ঢোকার পরিকল্পনায় আপত্তি ছিল পুলিশের। ডার্বি বাতিলের সিদ্ধান্তে হতাশ দু’দলের সমর্থক থেকে ফুটবল-প্রেমীরা। আরজি করের ঘটনায় ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকদের ‘উই ওয়ান্ট জাস্টিস’ টিফো নিয়ে একযোগে প্রতিবাদের পরিকল্পনার কারণেই বাতিল ডার্বি। বিতর্ক এড়াতে চাইল রাজ্য। এমনটাই মত সমালোচকদের।