৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

অপারেশন সিঁদুর কূটনীতি : জাকার্তা পৌঁছল সঞ্জয়ের নেতৃত্বে প্রতিনিধি দল

High News Digital Desk:

জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝা-র নেতৃত্বে সাংসদদের সর্বদলীয় প্রতিনিধিদল বুধবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছে। এই প্রতিনিধি দলে রয়েছেন কংগ্রেসের সলমন খুরশিদ, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপির অপরাজিতা সারাঙ্গি প্রমুখ। জাকার্তায় পৌঁছনোর পর সবাইকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয়।

ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, অপারেশন সিঁদুর-এর ওপর ভারতের কূটনৈতিক প্রচারণার অংশ হিসেবে জাকার্তায় পৌঁছেছে প্রতিনিধি দল। ভারত সমস্ত ধরণের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ। জেডি (ইউ) সাংসদ সঞ্জয় ঝা-এর নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে ইন্দোনেশিয়ার জাকার্তা আন্তর্জাতিক বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী।

Scroll to Top