কলকাতা: কে বা কারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা খবর ছড়াচ্ছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আঙুল তুললেন কিছু সংবাদপত্র, কয়েকটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যম ও ডিজিটাল মিডিয়ার একাংশের দিকে।
আজ দুপুর ১২টা নাগাদ এক্স (X) হ্যান্ডলে এই নিয়ে পোস্ট করেছেন মমতা। তিনি লিখেছেন, ‘আমি লক্ষ করছি, ছাপা-বৈদ্যুতিন-ডিজিটাল সংবাদ মাধ্যমের একাংশ বিদ্বেষমূলক বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে। গতকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আমার ভাষণ প্রসঙ্গে অপপ্রচার চলছে।’
মুখ্যমন্ত্রী এক্সে সবিস্তার ব্যাখ্যায় জানিয়েছেন, ‘ভাষণে আমি মেডিক্যাল পড়ুয়াদের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করিনি। আমি তাঁদের আন্দোলনকে পূর্ণ সমর্থন করি। তাঁদের আন্দোলন ন্যায্য। আমি কখনও তাঁদের হুমকি দিইনি, যেমনটা কিছু মানুষ আমার বিরুদ্ধে বলে বেড়াচ্ছেন। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’
মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে গেরুয়া শিবিরকে নিশানা করে সোচ্চার হয়েছিলেন গতকাল৷ সেই প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘আমি বিজেপির বিরুদ্ধে বলেছি। কারণ, ওরা কেন্দ্রের মদতে আমাদের রাজ্যে গণতন্ত্রকে বিপন্ন করতে চাইছে, নৈরাজ্য ছড়াতে চাইছে, বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে। আমি ওদের বিরুদ্ধে গলা তুলেছি।’
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণে ‘ফোঁস করা’ বাক্যবন্ধটি প্রয়োগ করেছিলেন। ওই বাক্যবন্ধ সম্পর্কে এক্সে মমতার ব্যাখ্যা, ‘শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব প্রায়শই এ’কথা বলতেন। যখন অপরাধমূলক কাজ সংঘটিত হয়, তখন প্রতিবাদের ঔচিত্য বোঝাতে ‘ফোঁস করা’র কথা বলতেন তিনি। আমি আমার ভাষণে সেদিকেই সোজাসুজি ইঙ্গিত করেছি।’
প্রসঙ্গত মনে করা যেতে পারে, মুখ্যমন্ত্রী গতকাল বলেছিলেন, ‘আমার সমর্থন জুনিয়র ডাক্তারদের প্রতি ছিল, আছে, থাকবে। তাঁরা অনেক পরিষেবা দেন। সাথে সাথে আমি বলব, আপনারা তো মানবিক, আপনারও তো অঙ্গীকারবদ্ধ মানুষকে সেবা দেওয়ার জন্য। সুপ্রিম কোর্টও রিকোয়েস্ট করেছে সবাইকে কাজে যোগ দেওয়ার জন্য। অনেক মানুষ পরিষেবা না পেয়ে মারা গিয়েছেন। এঁরা গরিব লোক।… আপনারা আন্দোলন করেছেন, আমি কোনও ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না। কারণ, আমি মনে করি, আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন। কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন।… সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হল টু টেক অ্যাকশন। আমি অ্যাকশন নিতে চাই না। আমি চাই ওঁরা ভালো করে পড়াশুনো করুন। আমি যদি কারও বিরুদ্ধে এফআইআর করি, তাঁর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে।… আমরা সেটা চাই না।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্ধৃত মন্তব্যের শেষাংশ ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। ওই অংশ থেকেই যাবতীয় সমালোচনার সূত্রপাত।