৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

অন্তর্বর্তী জমিনে ‘না’, অরবিন্দ কেজরিওয়ালকে হতাশ করল শীর্ষ আদালত

High News Digital Desk:

আবগারি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী| বুধবার বরিষ্ঠ আইনজীবী অভিষেক মনু সিংভি (Abhishek Manu Singhvi) শীর্ষ আদালতে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) হয়ে সওয়াল করেন| সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুয়ানের বেঞ্চে শুনানি হয়|

আইনজীবী অভিষেক মনু সিংভির সওয়াল, ‘তদন্তে অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করা হয় ২০২৩-এর এপ্রিলে| আর ইডি তাঁকে গ্রেফতার করে ২০২৪-এর মার্চে| ইডির মামলায় জামিনের একাধিক নির্দেশ মিলে গিয়েছে| বন্দিদশা থেকে কেজরিওয়াল যখন ঠিক বেরোনোর মুখে, তখনই সিবিআই তাঁকে গ্রেফতার করে| অথচ ২০২৩-এর এপ্রিল থেকে ২০২৪-এর মার্চ পর্যন্ত সিবিআইয়ের কোনও হুঁশ ছিল না!’ সিংভি বলেন, ‘সিবিআইয়ের হাতে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিকে ইনস্যুরেন্স অ্যারেস্ট (Insurance Arrest) বলা যেতে পারে|

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ভগ্নস্বাস্থ্যের কথাও বলেন আইনজীবী অভিষেক মনু সিংভি| অন্তর্বর্তী জামিনের আবেদন করেন| কিন্তু বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুয়ানের বেঞ্চ জানিয়ে দেয়, অন্তর্বর্তী জামিন দেওয়া সম্ভব হচ্ছে না|

আবগারি কেলেঙ্কারিতে অরবিন্দ কেজরিওয়ালকে অত্যন্ত প্রভাবশালী ও মূলচক্রী হিসেবে প্রতিপন্ন করেছে সিবিআই| এমাসের প্রথম সোমবার সিবিআইয়ের হাতে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিকে বৈধ বলে দিয়েছিল দিল্লি হাইকোর্ট| জামিন না হওয়ায় এবার সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন কেজরি|

Scroll to Top