৬ পৌষ ১৪৩২ মঙ্গলবার ২২ ডিসেম্বর ২০২৫
৬ পৌষ ১৪৩২ মঙ্গলবার ২২ ডিসেম্বর ২০২৫

‘অনেক কিছু পেলাম,’ অমর্ত্য-সান্নিধ্যে উপলব্ধি সিপিএমের

কলকাতা: একের পর এক নির্বাচনে ভরাডুবি। প্রচারে মানুষের ভিড় থাকলেও ভোটবাক্সে নেই তার প্রতিফলন। মুখ ফেরাচ্ছে শ্রমিক শ্রেণি। এমতাবস্থায় করণীয় কী? দলের হাল ফেরাতে জনতার পরামর্শ চেয়েছে সিপিএম। এরই মাঝে বৃহস্পতিবার নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের দ্বারস্থ হলেন সিপিএম নেতারা। ২ ঘণ্টার বেশি সময় ধরে আলোচনা সারলেন মহম্মদ সেলিম ও বিমান বসুরা। ভবিষ্যতে চলার পথ কী হতে পারে, তা নিয়ে নোবেলজয়ীর সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

বৃহস্পতিবার অমর্ত্য সেনের সঙ্গে দেখা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম,পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেব। বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি পরামর্শও নেন বিমান বসুরা। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অমর্ত্য সেনের ভাবনা কী, তা জানার চেষ্টা করেন বাম নেতারা। সোশ্যাল মিডিয়ায় সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম লেখেন, ‘নোবেল-বিজয়ী বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সাথে ২ ঘণ্টা সময় কাটালাম। তিনি অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন। তাঁর বিস্ময়কর স্মৃতি, অসাধারণ জ্ঞান, চিন্তাভাবনা এবং বাংলার বাম আন্দোলন সম্পর্কে গভীর আগ্রহ– সব নিয়ে আমরা আজ অনেক কিছু পেলাম তাঁর কাছ থেকে।’

বাম সূত্রে খবর, মানুষের মন বুঝতে আগামীতে একাধিক কর্মসূচি নিতে চলেছে সিপিএম। অমর্ত্য সেনের পরামর্শে কি হাল ফিরবে বামেদের? উত্তর দেবে সময়

Scroll to Top