৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

অনূর্ধ্ব – ১৫ মহিলা একদিনের খেলায় জয়ী, সরাসরি নক আউটে ঢুকল বাংলা

High News Digital Desk:

বাংলার চতুর্থ জয়। সেই সুবাদে সরাসরি নক আউট পর্যায়ে ঢুকে পড়েছে বাংলা মহিলা ক্রিকেট দল। চালকের আসনে এই মুহূর্তে বাংলা দল। পয়েন্ট তালিকা অনুযায়ী, চারটি খেলায় ১৬ পয়েন্ট সংগ্রহ করেছে তারা এবং সি – গ্রুপ এর শীর্ষে পৌঁছেছে। গোয়ালিয়রে বুধবার অনূর্ধ্ব – ১৫, মহিলা ক্রিকেটের একদিনের খেলায় ৩৮ রানে ছত্তিশগড়কে হারিয়ে দিয়েছে। বল ও ব্যাট হাতে সফল বাংলার খেলোয়াড়রা। শুধু তাই নয়, দুরন্ত পারফরমেন্স তাদের। প্রথম ব্যাটিং করে বাংলা এবং ৩৫ ওভারে তাদের দলগত স্কোর ৯ উইকেটে ১৫৯ রান। বাংলার ব্যাটসম্যান তরিয়া সিংহ রায় সর্বাধিক ৫৬ রান করতে ৮৯ টি বল খেলেছেন। বোলার দেবযানী দাস ৩৪ রানে ৪ টি বিপক্ষের উইকেট দ্রুততার সঙ্গে তুলে নিয়েছে। এর জবাবে খেলতে নেমে ২৯.৩ ওভারে বাংলার বোলিং ও ব্যাটিংয়ের দাপটে ১২১ রানে বিপক্ষ দল শেষ হয়েছে।

Scroll to Top